সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ৫১ কেজি হরিণের গোশত জব্দ
সাতক্ষীরা সংবাদদাতা : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে কোস্টগার্ড সদস্যরা ৫১ কেজি হরিণের গোশত জব্দ করেছে। এ সময় কোন হরিণ শিকারিকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা। গতকাল বুধবার ভোরে সুন্দরবনের কালিরখাল নামকস্থান থেকে গোশত গুলো উদ্ধার করা হয়। আংটিহার কোস্টগার্ডের পেটি অফিসার হামিদুর রহামান জানান, সুন্দরবনে হরিণ শিকারিরা হরিণ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে কালিরখাল নামকস্থানে অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যায়। এ সময় সেখান থেকে ৫১ কেজি হরিণের গোশত উদ্ধার করা হয়।
গ্রেফতার ৪২ জন : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা এবং মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান নিশ্চিত করে জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন,কলারোয়া থানায় ০৪ জন,তালা থানায় ০৩ জন,কালিগঞ্জ থানায় ০৭ জন, শ্যামনগর থানায় ১০ জন, আশাশুনি থানায় ০২ জন,দেবহাটা থানায় ০১ জন ও পাটকেলঘাটা থানা থেকে পুলিশ ০৩ জনকে গ্রেফতার করেছে।