আদমদীঘির নাগর নদীর উপর বাঁশের সাঁকো ॥ জন দুর্ভোগ
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার আদমদীঘির চাঁপাপুর-পারশন পারঘাটায় নাগর নদীর উপর বাঁশের তৈরি সাঁকোর উপর দিয়ে একুশ গ্রামের স্কুল ও কলেজগামী ছাত্রছাত্রীসহ শত শত মানুষের চলাচলে মরণ ফাঁদে পরিণত হয়েছে। ঐ স্থানে ব্রিজ নির্মাণের দাবি সত্ত্বেও হচ্ছে না। ফলে যোগাযোগের ক্ষেত্রে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। জরুরি ভিত্তিতে এই স্থানে ব্রিজ নির্মাণের দাবি জানান গ্রামবাসীরা।
স্থানীয়রা জানায়, বগুড়ার নন্দীগ্রাম পারশন, জামালপুর, বনগ্রাম, ইরিহারা বাঁশো গ্রাম ও আদমদীঘির চাঁপাপুর বাজারের দক্ষিণ এলাকার প্রায় একুশটি গ্রামের মানুষের আদমদীঘি ও নন্দীগ্রাম উপজেলা সদরসহ দেশের অন্যান্য স্থানের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম নাগর নদের উপড় চাঁপাপুর পারঘাটা বাঁশের তৈরি সাঁকোটি। স্থানীয় জনতা প্রতি বছরই এই সাঁকো মেরামত করে পারাপারের ব্যবস্থা করেন। এই সাঁকোর উপর দিয়ে উল্লিখিত গ্রামের স্কুল ও কলেজের ছাত্রছাত্রী হাঁটুরিয়াসহ প্রতিদিন শত শত মানুষ পারাপার হয়ে থাকে। চাঁপাপুর বাজারের জাবেদ আলী বাবু জানান, এই পারঘাটায় অবস্থিত দীর্ঘদিনের পুরাতন বাঁশের তৈরি সাঁকোটির স্থানে একটি ব্রিজ নির্মাণের জন্য প্রতিনিধিদের নিকট দাবি জানিয়ে আসলেও দেশ স্বাধীনের প্রায় ৪৭ বছর চললেও ব্রিজ নির্মাণ হয়নি। ফলে আদমদীঘি ও নন্দীগ্রাম এই দুই উপজেলার প্রায় একুশটি গ্রামের শত শত মানুষদের বাঁশের তৈরি সাঁকো দিয়ে পারাপারে মারাত্মক দুর্ভোগ ও ঝুঁকি হয়ে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এখানে ব্রিজ নির্মাণের জন্য বেশ কয়েক বছর পূর্বে আবেদন করা হয়েছে বলে স্থানীয় প্রকৌশল বিভাগ জানান।