ব্রাজিলে হলুদ জ্বরে ১৩০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ব্রাজিলে হলুদ জ্বরে আক্রান্ত হয়ে ১৩০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে।ভয়াবহ এই জ্বরে আরও ২৭০ জন আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
এদিকে দেশটির তৃতীয় বৃহত্তম জনবহুল ও গুরুত্বপূর্ণ পর্যটন নগরী রিও ডি-জেনোরিওতেও হলুদ জ্বর ছড়িয়ে পড়েছে। চলতি সপ্তাহে রাজ্যটিতে হলুদ জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু এবং নতুন করে আরো একজন এ জ্বরে আক্রান্ত হয়েছেন। রিও ডি-জেনোরিওসহ বিভিন্ন রাজ্যে ১ কোটি ৩৯ লাখ টিকা পাঠিয়েছে সরকার।
ব্রাজিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশব্যাপী হলুদ জ্বরে আক্রান্ত হয়ে ১৩৭ জনের মৃত্যু এবং আরো ৪২৪ জন আক্রান্ত হয়েছেন। ব্রাজিলের ৮০ টি নগরীতে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এদের মধ্যে ৪৯ জন দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় মিনাস গারাইস রাজ্যের বাসিন্দা। এটি হচ্ছে ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম জনবহুল রাজ্য।
মশার কামড়ে সৃষ্ট এই রোগে জ্বর, শরীরে তীব্র ব্যাথা, বমি এবং জন্ডিস দেখা দেয় বলে একে হলুদ জ্বর বলা হয়ে থাকে।