ব্রেক্সিট বিল ভোটাভুটিতে টেরেসার হার
৩ মার্চ, বিবিসি : ব্রেক্সিট বিতর্কে পার্লামেন্টে প্রথম বার হেরে যেতে হলো প্রধানমন্ত্রী টেরেসা মে’কে। এর ফলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া সংক্রান্ত বিল নিয়ে আলোচনার ক্ষেত্রে আরও সময় লাগবে। পার্লামেন্টের উচ্চ কক্ষ ‘হাউস অব লর্ডস’-এ সংশোধনীর পক্ষেই বেশি ভোট পড়েছে। সংশোধনীতে বলা রয়েছে, আর্টিকেল ৫০ (ইইউ থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া) প্রয়োগের তিন মাসের মধ্যে ব্রিটেনে বসবাসকারী ইইউ-এর নাগরিকদের অধিকার রক্ষার ক্ষেত্রে সরকারকে উদ্যোগী হতে হবে। এই প্রস্তাব লেবার পার্টির তরফে আনা হলেও সমর্থন জানান লিবারেলরা। ছিলেন টেরেসার সাত জন কনজারভেটিভ মন্ত্রীও।ব্রিটেনে এখন ৩০ লক্ষ ইউরোপীয় মানুষের বাস।