ইব্রাহিমোভিচ জাদুতে লিগ কাপের শিরোপা জিতলো ম্যান ইউ

স্পোর্টস ডেস্ক : জলাতান ইব্রাহিমোভিচ গোল করেছেন, সামলেছেন রক্ষণ। তার জাদুকরী ফুটবলে লিগ কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফাইনালে দারুণ ফুটবল খেলেও ৩-২ গোলে হেরেছে সাউথ্যাম্পটন। ২-০ গোলে পিছিয়ে থেকে সমতা ফিরিয়েছিল দলটি। ইব্রাহিমোভিচ ও জেসে লিনগার্ডের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। মানোলো গাব্বিয়াদিনির জোড়া গোলে সমতায় ফেরে সাউথ্যাম্পটন। শেষের দিকে ইব্রাহিমোভিচের হেড জালে গেলে আবার এগিয়ে যায় প্রতিপক্ষ। এবার আর সমতা ফেরাতে পারেনি সাউথ্যাম্পটন। তাতে ইউনাইটেডের প্রথম কোচ হিসেবে প্রথম মৌসুমেই শিরোপা জয়ের কীর্তি গড়েন জোসে মরিনিয়ো। ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার রাতে একাদশ মিনিটে গাব্বিয়াদিনি জালে বলও পাঠান। কিন্তু রেফারির বিতর্কিত সিদ্ধান্তে বেঁচে যায় ইউনাইটেড। খেলার ধারার বিপরীতেই ১৯তম মিনিটে ইব্রাহিমোভিচের দারুণ ফ্রি-কিকে এগিয়ে যায় ইউনাইটেড। বুলেট গতির শট ঝাঁপিয়ে নাগালে পাননি সাউথ্যাম্পটন গোলরক্ষক ফর্স্টার। ২৮তম মিনিটে গাব্বিয়াদিনি আর ৩২তম মিনিটে দুসান তাদিচের দুটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দে হেয়া। ছয় মিনিট পর পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন লিনগার্ড। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরান ইতালিয়ান ফরোয়ার্ড গাব্বিয়াদিনি। ৭৬তম মিনিটে অনেক ওপর দিয়ে শট নিয়ে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করেন লিনগার্ড। ৮৬তম মিনিটে জ্যাক স্টিভেনের প্রচেষ্টা লাইন থেকে হেড করে ফেরান ইব্রাহিমোভিচ। পরের মিনিটে ভক্তদের আনন্দের আরও বড় উপলক্ষ্য এনে দেন এই সুইডিশ স্ট্রাইকার। আন্দের এররেরার ক্রসে তার আরেকটি দুর্দান্ত হেডে এগিয়ে যায় ইউনাই্টডে। গোলের আশায় বেঞ্চ থেকে ওয়েইন রুনিকে মাঠে নামাচ্ছিলেন মরিনিয়ো। ইব্রাহিমোভিচের দ্বিতীয় গোলের পর আর নামা হয়নি তার। ফেলাইনিকে নামিয়ে রক্ষণ আরও জমাট করে বাকি সময়টুকু কাটিয়ে দেয় ইউনাইটেড।