নাম পরিবর্তনের নোটিশ বাতিলের দাবিতে বিক্ষোভ
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: দাউদকান্দি দশপাড়া হযরত কবীর উদ্দিন কামিল মাদ্রাসার নাম পরিবর্তনের নোটিশ প্রত্যাহার ও বর্তমান নাম বহাল রাখার দাবিতে গত সোমবার মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। উল্লেখ্য, দশপাড়া হযরত কবীর উদ্দিন কামিল মাদ্রাসাটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি জায়গীর গ্রামের কিছু লোকজন মাদরাসাটি তাদের গ্রামের নামে নামকরণের জন্য আদালতে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন থেকে নতুন নামকরণ বিষয়ক নোটিশ পাঠালে এলাকার বিক্ষুব্ধ জনতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। শহীদনগর-জুরানপুর সড়কের দশপাড়া অংশে তারা দীর্ঘক্ষণ শান্তিপূর্নভাবে অবস্থান করে বর্তমান নাম বহাল রাখার দাবি জানায়।
এদিকে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আঃ সামাদ, বিল্লাল হোসেন, খোরশেদ মাস্টার ও মফিজ হাজী জানান, মাদরাসার বর্তমান নাম পরিবর্তনের চেষ্টা করলে আমরা শান্তিপূর্ণভাবে কঠোর আন্দোলন গড়ে তুলবো।