মাটিরাঙ্গায় জিপ উল্টে নিহত ১ ॥ আহত ৩
খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জীপ উল্টে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।
শনিবার বিকেলে মালবোঝাই (চাঁদের গাড়ি)জীপ (নং-ঢাকা-ক-১৫১২) মাটিরাঙ্গা থেকে আমতলী যাবার পথে পলাশপুর এলাকায় বৌদ্ধ মন্দিরের পাশে উল্টে গেলে ঘটনাস্থলে মো. কবির হোসেন (৩৭) নামে একজন নিহত হন। নিহত মো. কবির হোসেন বড়নালের মাষ্টারপাড়ার বাসিন্দা হাজী মো. জসিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
দুর্ঘটনায় আহতরা হলেন, মো. জাকির হোসেনরে স্ত্রী খোরশেদা বেগম (৩৫), মো. আবদুল খালেকের ছেলে মো. আবুল কালাম (২০) ও মো. কাদিম আলীর ছেলে আবদুর রহমান (৭০)। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মো. আবুল কালামকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এসময় দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান। পরে তিনি মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছে।