ঢাকা,শনিবার 2 December 2023, ১৭ অগ্রহায়ণ ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

কুষ্টিয়ায় আ.লীগের আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১, আহত ৬

অনলাইন ডেস্ক: কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগের দুটি পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ইদ্রিস আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর এনটিভির।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে জিয়ারখী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের ও মঠপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসেন মাস্টারের লোকজনেরর মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে জমি ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ নেতা আবদুল কাদেরের পক্ষের সমর্থক শাহজাহান ইসলাম ও আফজাল হোসেন পক্ষের সমর্থক ইসমাইলের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা উভয় পক্ষে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় আফজাল হোসেনের পক্ষের সমর্থক ইদ্রিস আলী দেশি অস্ত্র ফালার আঘাতে ঘটনাস্থলে নিহত হন। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ছয়জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। তবে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রবিউল ইসলাম খান জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, আহত এক নারীসহ তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ