ইডেনে বাংলাদেশ-ভারতের টেস্ট আয়োজন সম্ভব নয় : গাঙ্গুলী
বাংলাদেশ ও ভারতের টেস্ট ভেন্যু হায়দরাবাদ থেকে সরে শেষ মুহূর্তে কলকাতার ইডেন গার্ডেনে আসতে পারে! কিন্তু শেষ মুহূর্তে ইডেন গার্ডেনে ম্যাচ আয়োজনের প্রস্তাব পেলে তা ফিরিয়ে দেয়া হতে পারে। হায়দরাবাদের পরিবর্তে স্ট্যান্ডবাই হিসেবে ইডেন গার্ডেনকে প্রস্তুত রাখা হয়েছে। ভারতীয় গণমাধ্যম বিসিসিআইয়ের সূত্র দিয়ে এমন খবর প্রকাশ করেছিল। কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, বিসিসিআই থেকে এমন কোনো খবর তিনি পাননি এবং শেষ মুহূর্তে ইডেনে ম্যাচ আয়োজনও সম্ভব নয়। মঙ্গলবার জি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলী বলেন, ‘স্ট্যান্ডবাই হিসেবে ইডেন গার্ডেন প্রস্তুত আছে এমন কোনো ধারণা আমার নেই। যদি শেষ মুহূর্তে এমন কোনো প্রস্তাব আসে তাহলে আমরা ম্যাচ আয়োজন করতে পারব না। ম্যাচ আয়োজনে অনেক কাজ থাকে। যেমন টিকিট ছাপানো। এগুলো দ্রুত করা সম্ভব নয়। ইন্টারনেট।