ত্রিশালে কিশোরীর আত্মহত্যা
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ত্রিশালে নিজ ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলে শাবানা নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতে নিজ ঘরে ঘুমাতে যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিঘোরকান্দা গ্রামোরে নাজিম উদ্দিনের মেয়ে শাবানা আক্তার (১৪)। সকালে পরিবারের অন্য সদস্যরা শাবানার ঘরে ডাকাডাকি করে কোন সারা না পেয়ে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক রুবেল মিয়া ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে পরিবারের কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপরে ত্রিশাল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক রুবেল মিয়া।