নাজনীন হত্যার ৩ আসামী আটক
প্রকাশিত: শুক্রবার ০২ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট সংস্করণ
চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বড়পাড়া সংলগ্ন পাঠানীপুল এলাকা থেকে গত ১০ নবেম্বর সকালে যে অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার করেছে, পরবর্তীতে তার পরিচয় মিলে।
তার বড় ভাই মো. জামাল মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। সে মামলার সূত্র ধরে পুলিশ ৩ আসামীকে আটক করেছে। আটককৃত আসামীরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ গতকাল ২৬ নবেম্বর তাঁর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘটনার সম্পূর্ণ বিবরণ দেন।