রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে তদন্ত প্রতিবেদন সংগ্রহ করে বাংলাদেশ ব্যাংককে তা সংসদীয় কমিটিতে উপস্থাপন করতে বলা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি শওকত আলী সাংবাদিকদের বলেন, কমিটি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সম্পর্কিত তদন্ত প্রতিবেদনটি চেয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক বলেছে, প্রতিবেদন তাদের কাছে নেই। এটা অর্থমন্ত্রীর কাছে রয়েছে।
কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, অর্থমন্ত্রী একজন দায়িত্বশীল ব্যক্তি। কিন্তু সংসদ এবং সংসদীয় কমিটিকে তো সেটা দেখাতে হবে। সে জন্য অর্থমন্ত্রীর কাছ থেকে প্রতিবেদনটি সংগ্রহ করে কমিটির আগামী বৈঠকে উপস্থাপন করতে বলা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে ভুয়া বার্তার মাধ্যমে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরি হয়ে যায়। বিষয়টি তদন্তের জন্য ফরাসউদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে ফরাসউদ্দিন ৩০ মে এ বিষয়ে প্রতিবেদন জমা দিলেও অর্থ মন্ত্রণালয় এখনও তা প্রকাশ করেনি।