বায়ার্নকে প্রথম হারের স্বাদ দিল বরুসিয়া
বায়ার্ন মিউনিখকে বুন্ডেসলিগার চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। পিয়েরে এমেরিক আউবামেয়াংয়ের একমাত্র গোলে শিরোপাধারীদের হারিয়েছে তারা। নিজেদের মাঠে একাদশ মিনিটে স্বাগতিক সমর্থকদের আনন্দে ভাসান আউবামেয়াং। এ বছরই বায়ার্ন ছেড়ে বরুসিয়াতে ফেরা মারিও গোটসের ক্রসে পোস্টের খুব কাছাকাছি থাকা আউবামেয়াং পা ছোঁয়ানোর কাজটুকুই করেন। জার্মানির শীর্ষ লিগের এবারের আসরে বরুসিয়ার এটি ষষ্ঠ জয়। ৫৫তম মিনিটে টমাস মুলারের ক্রস থেকে পাওয়া বল ফ্লিক করে ফ্রাঙ্ক রিবেরি ঠিকানায় পৌঁছে দিলেও অফসাইডের কারণে গোল হয়নি। বায়ার্নের সমতায় ফেরার উচ্ছ্বাসও ভেস্তে যায়। ছয় মিনিট পর চাভি আলোনসোর শট ক্রসবারে লেগে ফিরলে হারের হতাশায় মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার্ন। ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বরুসিয়া। ২৭ পয়েন্ট নিয়ে সবার উপরে লাইপজিগ। ইন্টারনেট।