এশিয়ান নেশনস কাপ অনূর্ধ্ব-১৪ দলগত দাবা
স্পোর্টস রিপোর্টার : চিনের জিয়াঝিং শহরে এশিয়ান নেশনস্ কাপ অনুর্ধ্ব-১৪ দলগত দাবা চ্যাম্পিয়নশিপের খেলা গতকাল রোববার শুরু হয়েছে। এশিয়ার ১০টি দেশের ১৪টি দল এ ইভেন্টে অংশ নিচ্ছে। প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৪ দল এ চ্যাম্পিয়নশিপের ১ নং সিডেড দল চীনের কাছে ০-৪ পয়েন্টে হেরে গেছে। বাংলাদেশের নাঈম হক (রেটিং-১৯৮৩) চিনের লিন ইয়ির (রেটিং-২৪২৭) কাছে, অমিত বিক্রম রায় (রেটিং-১৬৭৭) ফিদে মাস্টার ইউয়ি কাইফেংয়ের (রেটিং-২২৪১) কাছে, সাদনান হাসান দিহান (রেটিং-১৪৩১) পেং হংচির কাছে (রেটিং-২২৪১) এবং দানিয়েল মুরাদ (রেটিং-১৫৩৬) হুয়াং রেনজির (রেটিং-২০৮০) কাছে হেরে যান। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে এ প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হচ্ছে।