যুক্তরাষ্ট্রে শপিং মলে গুলি: সন্দেহভাজন আটক

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শপিং মলে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। হামলার একদির পর শনিবার তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ওয়াশিংটন স্টেট পেট্রোল মুখপাত্র কেইথ লেইরি বলেছেন, সন্দেহভাজনকে হেফাজতে নেয়া হয়েছে।
সিয়াটল টেলিভিশন স্টেশন কেওএমও টুইটারে বলেছে, যে শপিং মলে হামলার ঘটনা ঘটেছে সেখান থেকে ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওয়াক হারবার থেকে ঐ সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
টুইটারে দেয়া এক বার্তায় ওয়াশিংটন অঙ্গরাজ্য টহল পুলিশ এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে।
পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীর ছবি প্রকাশ করেছিল। ঐ ব্যক্তিকে একটি রাইফেল হাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়। খবর: রয়টার্স।