কুমিল্লায় ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট আটক
প্রকাশিত: রবিবার ০৭ ফেব্রুয়ারি ২০১০ | প্রিন্ট সংস্করণ
কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লায় শুক্রবার রাতে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট আটক করেছে বিডিআর।
নিষিদ্ধ এ ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য চার কোটি টাকা বলে বিডিআর কর্মকর্তারা জানিয়েছেন।
সদর উপজেলার জালুয়া পাড়া এলাকায় টহল দেওয়ার সময় বিডিআর সদস্যরা ট্যাবলেটগুলো আটক করেন।
৩৩ রাইফের ব্যাটালিয়ানের হাবিলদার আবু তাহের ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘‘গভীর রাতে এক ব্যক্তি মাথায় করে একটি কার্টন নিয়ে যাওয়ার সময় আমাদের সন্দেহ হয়। তাকে থামতে বলা হলে কার্টনটি ফেলেই সে পালিয়ে যায়।’’
কার্টনের ভেতর ৫০টি কৌটায় ৫০ হাজারটি ভারতীয় ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটক ট্যাবলেটগুলো ৩৩ রাউফের ব্যাটালিয়ান সদর দপ্তরে রেখেছে বিডিআর।
যৌন উত্তেজনা সৃষ্টি এবং নেশাদ্রব্য হিসেবে ইয়াবা ট্যাবলেটের ব্যবহার ইদানিং বেশ বেড়েছে। বিভিন্ন স্থানেই আইন-শৃক্মখলা বাহিনী ইয়াবা ট্যাবলেট আটক করছে। তবে কুমিল্লায় শনিবার আটকের পরিমাণটা বেশ বড়।