মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ
অনলাইন ডেস্ক: ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস। গতকাল শুক্রবার গুলশানে একটি রেস্তোরাঁয় গোলাগুলি ও জিম্মি ঘটনায় এ পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।
নিজেদের ওয়েবসাইটে এ পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। ওয়েবসাইটে জানানো হয়, ঢাকার গুলশান ২-এ হলি আর্টিজান বেকারিতে গোলাগুলি এবং জিম্মি কররা ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শসহ যেকোনো ব্যাপারে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, হলি আর্টিজান বেকারিতে জিম্মি হওয়া ২০ জন আছেন বিদেশের নাগরিক। দুর্বৃত্তদের সঙ্গে গোলাগুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ ৫৩ জন আহত হয়েছেন।