ভারতে মানুষ হত্যার দায়ে ১৮ সিংহ গ্রেফতার!
অনলাইন ডেস্ক: একটি মানুষখেকো সিংহকে খুঁজতে গণহারে জঙ্গলের সিংহদের আটক করছে ভারতের গুজরাটের গির জঙ্গল কর্তৃপক্ষ। এ পর্যন্ত ১৮টি সিংহকে আটক করা হয়েছে।
আটকের পর সিংহগুলোর পায়ের ছাপ এবং মল-মূত্র পরীক্ষা করে মানুষখেকো সিংহটিকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে বন কর্তৃপক্ষ। শনাক্ত করা হলে দায়ী সিংহটিকে আমৃত্যু খাঁচায় পাঠিয়ে দেয়া হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, সম্প্রতি জঙ্গলের বাইরে ছয়টি পৃথক সিংহের হামলায় তিনজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার তদন্ত করতেই সিংহগুলোকে ধরে ধরে খাঁচায় আনা হচ্ছে। উল্লেখ্য, গুজরাটের গির জঙ্গল এশীয় সিংহের একমাত্র অভয়ারণ্য।
বন্য-পশু বিশেষজ্ঞ রুচি দেব জানান, গির জঙ্গলে ধীরে ধীরে সিংহের সংখ্যা বাড়ছে। যার ফলে বনের সিংহদের মধ্যে আচরণগত ত্রুটি দেখা যাচ্ছে। মানুষখেকো সিংহ সাধারণত মানুষ দেখলে হিংস্র হয়ে ওঠে। আমরা আশা করছি, মানুষ হত্যার জন্য দায়ী সিংহটিকে আমরা বের করতে পারবো।