স ম য়ে র ছ ড়া
প্রকাশিত: বুধবার ২৭ এপ্রিল ২০১৬ | প্রিন্ট সংস্করণ

বিভাজন
সাজজাদ হোসাইন খান
সভ্যতা আর বিনয় বুঝি হচ্ছে শুধু ক্ষীণ
মিথ্যাগুলো সত্যরূপে ফুলছে দিনের দিন।
হিংসা এবং বিসংবাদে কাঁপে ফুলের বাগ
দেশ-উঠানে দিচ্ছে উঁকি বিভাজনের নাগ।
বিবেচনার বিচারঘরে মস্ত ভীষণ তালা
চন্দ্রবনে সাপের ফণা ভাবখানা কি আলা!
আসমানে তাই শশীর বিভা ম্লান,
রৌদ্র কেমন কাতর কাতর মস্তকে টান টান।