অন্যান্য খেলা
তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের কমিটি ভেঙে দিলো এনএসসি
দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি ভেঙ্গে দিয়েছে
Printed Edition
স্পোর্টস রিপোর্টার: দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি ভেঙ্গে দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি বৃহস্পতিবার বিকেলে এই সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। তায়কোয়ান্দো সংক্রান্ত দুটি ক্রীড়া সংগঠন বলবত রয়েছে। একটি বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন আরেকটি বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশন। একই জাতীয় খেলায় দুই সংস্থার অনুমোদন ও কার্যক্রম নিয়ে ক্রীড়াঙ্গনে প্রশ্ন ছিল আগে থেকেই। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের কর্মকাণ্ড জাতীয় ক্রীড়া পরিষদের বিবেচনায় এনে কমিটি বিলুপ্ত করেছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে ক্রীড়াঙ্গনে চলছে সংস্কার কার্যক্রম। ক্রীড়া মন্ত্রণালয় একযোগে ৪২ ফেডারেশনের সভাপতি অপসারণ করেছিল। পাশাপাশি কিছু ফেডারেশনের বিতর্কিত ও রাষ্ট্রীয় অপকর্মের সঙ্গে জড়িত থাকা কয়েকজন ব্যক্তিকে অব্যাহতি দিয়েছিল। কোনো কমিটি সরাসরি বিলুপ্তির ঘটনা এটাই প্রথম। ১৬ ফেডারেশনে কমিটি ভাঙ্গলেও তৎক্ষণাত অ্যাডহক কমিটি দ্বারা প্রতিস্থাপন করেছে।