অন্যান্য খেলা
দ্রুততম মানব ইসমাইল মানবী শিরিন
চারবারের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল আরারও দ্রুততম মানবের খেতার অর্জন করলেন। আর মহিলা বিভাগে দ্রুততম মানবীর মুকুট ধরে রেখেছেন শিরিন আক্তার।
Printed Edition
চারবারের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল আরারও দ্রুততম মানবের খেতার অর্জন করলেন। আর মহিলা বিভাগে দ্রুততম মানবীর মুকুট ধরে রেখেছেন শিরিন আক্তার। মাঝে লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা ইমরানুর রহমান আসার পর আর আধিপত্য ধরে রাখতে পারেননি। এবার ইমরানুর অংশ না নেয়ায় ইসমাইলের ভাগ্য খুলে গেছে। জাতীয় অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে সোমবার বিকালে ছেলেদের বিভাগে পঞ্চমবারের মতো দ্রুততম মানবের সোনার পদক জিতেছেন ইসমাইল। মেয়েদের মধ্যে শিরিন আক্তারের প্রতিদ্বন্দ্বী এখনও কেউ হয়ে উঠতে পারেননি। তিনি দ্রুততম মানবীর মুকুট ধরে রেখেছেন। ঢাকার জাতীয় স্টেডিয়ামে সোমবার ১০ দশমিক ৬১ সেকেন্ড টাইমিং করে দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ নৌবাহনীর ইসমাইল। তিনি পেছনে ফেলেছেন একই দলের রাকিবুল হাসানকে, ১০ দশমিক ৬৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন রাকিবুল।
সর্বশেষ ২০২২ সালের আসরে দ্রুততম মানবের মুকুট জিতেছিলেন ইসমাইল। বাংলাদেশ সেনাবাহিনীর জুবাইল ইসলাম ১০ দশমিক ৮৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন। এই তিনজনের বাইরে ১১ সেকেন্ডের নিচে দৌড় শেষ করেছেন কেবল আর একজন, সেনাবাহিনীর মোহাম্মদ তারেক। তিনি ১০ দশমিক ৯৭ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন। মেয়েদের বিভাগে ১২ দশমিক ০১ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবীর মুকুট জিতেছেন শিরিন আক্তার। গত আসরে ১২ দশমিক ১১ সেকেন্ড টাইমিং করে শিরিন সেরা হয়েছিলেন। এবারও সতীর্থ সুমাইয়া দেওয়ানকে (১২ দশমিক ১৫ সেকেন্ড) পেছনে ফেলেছেন তিনি। এই বিভাগে তৃতীয় হয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আজমি খাতুন, তিনি দৌড় শেষ করেছেন ১২ দশমিক ৫০ সেকেন্ডে।