DailySangram-Logo

ফুটবল

আন্দোলনরতদের বিবেচনায় রেখে ৩৬ নারী ফুটবলারের সাথে বাফুফের চুক্তি

বাংলাদেশ নারী ফুটবল দলের অস্থিরতার মাঝেই ৩৬ ফুটবলারদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।জানা গেছে,এক্ষেত্রে কোচ পিটার বাটলার ইস্যুতে আন্দোলনরত ১৮ জন নারী ফুটবলারকে উপেক্ষা করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক
Printed Edition

বাংলাদেশ নারী ফুটবল দলের অস্থিরতার মাঝেই ৩৬ ফুটবলারদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।জানা গেছে,এক্ষেত্রে কোচ পিটার বাটলার ইস্যুতে আন্দোলনরত ১৮ জন নারী ফুটবলারকে উপেক্ষা করা হয়েছে। তাই তো চুক্তির বিষয়টি খোলাসা করেনি বাফুফে।২০২৪ সালের ৩০ অক্টোবর পর্যন্ত বাফুফের চুক্তির আওতায় ছিলেন ৩১ ফুটবলার। সেই ৩১ জনের মধ্যে আনাই মুঘিনি এবার ক্যাম্পে আসেননি। বাকি ৩০ জনের মধ্যে সাবিনা, সানজিদা, কৃষ্ণাসহ মোট ১৮ জন কোচ বাটলারের অনুশীলন বর্জন করে চলছেন। সিনিয়র দলে থাকা ১২ জনের সঙ্গে বিকেএসপি ও আর্মিতে থাকা বয়সভিত্তিক খেলোয়াড়দের ক্যাম্পে উঠিয়েছে বাফুফে। চুক্তিবদ্ধ হওয়া ৩৬ জনের প্রায় সবাই জুনিয়র ফুটবলার। বিদ্রোহী ১৮ ফুটবলারের বাফুফের সঙ্গে চুক্তির সম্ভাবনা এখনও শেষ হয়নি। তাদের চুক্তিপত্রও নাকি প্রস্তুত রয়েছে, তারা যদি বাটলারের অধীনে অনুশীলনে ফিরেন, তখন তারা এই চুক্তির আওতায় আসবে বলে জানিয়েছে ফেডারেশনের এক কর্মকর্তা। তবে সাবিনারা এখনও বাটলারকে বয়কটের সিদ্ধান্তে অনড় রয়েছেন। সমস্যা সমাধানের আগেই বাফুফের এই কর্মকা-ে আরও হতাশ হয়েছেন তারা।বাফুফে গত দুই বছর চুক্তিবদ্ধ ফুটবলারদের পারিশ্রমিক সঠিক সময়ে দিতে পারেনি। এ নিয়ে নেতিবাচক শিরোনাম হয়েছে বেশ কয়েকবারই। সাবিনারা যদি অভিমান ভেঙ্গে ফিরে আসেন তখন চুক্তিবদ্ধ ফুটবলার সংখ্যা ৫০–এর বেশি হবে। প্রতি মাসে এত সংখ্যক ফুটবলারকে মাসিক অর্থ প্রদানের সক্ষমতা বাফুফের রয়েছে কি না সেই প্রশ্ন জেগেছে ফুটবল সংশ্লিষ্টদের মনে।