ফুটবল
দক্ষিণ আমেরিকান ফুটবলে ব্রাজিল চ্যাম্পিয়ন
চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬ গোল খেয়ে টুর্নামেন্ট শুরু করা পেলের দেশ ব্রাজিলই জিতলো শিরোপা।
Printed Edition
চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬ গোল খেয়ে টুর্নামেন্ট শুরু করা পেলের দেশ ব্রাজিলই জিতলো শিরোপা। সোমবার (ভেনেজুয়েলার স্থানীয় সময় রোববার) শিরোপার জন্য বড় জয়ের লক্ষ্যে লিগের শেষ ম্যাচে খেলতে নেমেছিল ব্রাজিল, আর্জেন্টিনা। ভেনেজুয়েলার অলিম্পিক স্টেডিয়ামে ব্রাজিল ৩-০ গোলে চিলিকে হারিয়ে সেরে রাখে নিজেদের কাজটা। শিরোপার জন্য একই স্টেডিয়ামে পরের ম্যাচে প্যারাগুয়েকে ৪-০ গোলে হারাতে হত আর্জেন্টিনার। সেই চাপটা আর নিতে পারেনি লিওনেল মেসির উত্তরসূরিরা। উল্টো প্রথম ৪৭ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে তারা। শিরোপার জন্য তখন জিততে হত ৬-০ গোলে। মাহের কারিজো ৫২ ও ৬৬ মিনিটে জোড়া গোল করে ২-২ সমতা ফেরান ম্যাচে। ৮২ মিনিটে ডিয়েগো লিওনের গোলে আবারও পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ম্যাচটা হেরেছে ৩-২ গোলে। চূডান্ত পর্বে ৫ ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট ১৩ আর আর্জেন্টিনার ১০।
এবার রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হল তাদের। কলম্বিয়া ও প্যারাগুয়ের পয়েন্ট সমান ৯। তবে হেড টু হেডে কলম্বিয়া তৃতীয় আর প্যারাগুয়ে টুর্নামেন্টটা শেষ করল চারে থেকে। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এ নিয়ে রেকর্ড ১৩তম শিরোপা জিতল ব্রাজিল। ২০২৩ সালে কলম্বিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এই প্রতিযোগিতায় উরুগুয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮বার আর আর্জেন্টিনা শিরোপা জিতেছে ৫বার। চূডান্ত পর্বে প্রথম ৪ ম্যাচ শেষে ব্রাজিল-আর্জেন্টিনার পয়েন্ট ছিল সমান ১০।