DailySangram-Logo

ফুটবল

যুব বিশ্বকাপজয়ী তারকা নাবিলের অবসর ঘোষণা

বাংলাদেশ যুব বিশ্বকাপজয়ী ক্রিকেট তারকা প্রান্তিক নওরোজ নাবিল আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন।

Printed Edition

বাংলাদেশ যুব বিশ্বকাপজয়ী ক্রিকেট তারকা প্রান্তিক নওরোজ নাবিল আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপাজয়ী সেই দলের গর্বিত সদস্য ছিলেন ওপেনার নওরোজ নাবিল। তবে এরপর থেকে তাকে মাঠে খুব একটা দেখা যায়নি। শারিরীক ফিটনেসের জন্য লড়াই করছিলেন নিজের সঙ্গেই। এরই মাঝে আকস্মিকভাবে সব ধরনের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিলেন নাবিল। মূলত বেশ আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন নাবিল। যে কারণে ক্রিকেট ম্যাচ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাচ্ছিল তার জন্য। গেল ৬ মাস আগে থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়ে ভাবছিলেন তিনি।

শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজ

আসালাঙ্কার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৪৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে যায় শ্রীলঙ্কা। এরপর, খাদের কিনার থেকে দলকে টেনে তুললেন চারিথ আসালাঙ্কা। এক প্রান্ত আগলে রেখে উপহার দিলেন চমৎকার সেঞ্চুরি। আসালাঙ্কার একার লড়াইয়ে ২১৪ রান করে লঙ্কার। লক্ষ্যের ধারেকাছেও যেতে পারল না অস্ট্রেলিয়া। কলম্বোয় বুধবার প্রথম ওয়ানডেতে ৪৯ রানে জিতেছে শ্রীলঙ্কা। সবার নিয়ন্ত্রিত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেয় ১৬৫ রানে। ক্যারিয়ার সেরা ইনিংসে ১২৭ রান করেন আসালাঙ্কা। এমন পারফরম্যান্সের পর ম্যান অব দা ম্যাচ হন! দারুণ বোলিংয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন থিকশানা। দুটি করে প্রাপ্তি দুনিথ ওয়েল্লালাগে ও আসিথা ফার্নান্দোর। বোলাররা ভালো করলেও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়ার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াল তাদের ব্যাটিং। ইনিংসে একজনও করতে পারেননি ফিফটি।