DailySangram-Logo-en-H90

ফুটবল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মোহামেডান ॥ ফর্টিস ও পুলিশের শুভ সূচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বের খেলা শুভ সূচনা করেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান,ফর্টিস এফসি ও বাংলাদেশ পুলিশ।শুক্রবার দেশের তিনটি স্টেডিয়ামে দ্বিতীয় পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

Printed Edition
000

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বের খেলা শুভ সূচনা করেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান,ফর্টিস এফসি ও বাংলাদেশ পুলিশ।শুক্রবার দেশের তিনটি স্টেডিয়ামে দ্বিতীয় পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার দশম রাউন্ডের খেলায় ওয়ান্ডার্সকে ৩-০ গোলে হারিয়ে জয় পেয়েছে মোহামেডান।প্রথম পর্বে এই ওয়ান্ডারার্সকেই ৬-০ গোলে উড়িয়ে লিগ শুরু করেছিল সাদাকালো জার্সিধারীরা। ১০ ম্যাচে নয় জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করল মোহামেডান। এক ম্যাচ কম খেলে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেল সাদাকালো শিবির। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক কৌশলে খেলা মোহামেডান এগিয়ে যেতে পারত চতুর্থ মিনিটেই। আরিফ হোসেনের হেড অল্পের জন্য যায় বাইরে। এরপর বাঁ দিক দিয়ে জুয়েল মিয়ার হাত ধরে একের পর এক আক্রমণ শাণাতে থাকে দলটি, কিন্তু মিলছিল না গোল। ১৭তম মিনিটে দুর্ভাগ্যের শিকার মোহামেডান। মোজাফ্ফর মোজাফ্ফরভের ফ্রি কিক রক্ষণ দেয়ালে প্রতিহত হওয়ার পর মাঝমাঠের একটু উপর থেকে এমানুয়েল টনির দূরপাল্লার শট ক্রসবার কাঁপিয়ে ফেরে। ৩০ তম মিনিটে জুয়েলের ক্রসে আরিফ পা ছোঁয়ালেও বল লক্ষ্যে থাকেনি। হার দিয়ে লিগের প্রথম পর্ব শেষ করা মোহামেডান হতাশার বৃত্ত থেকে বেরিয়ে আসে ৩৮ তম মিনিটে। দৃষ্টিনন্দন ফ্রি কিকে কাছের পোস্ট দিয়ে লক্ষ্য করেন মোজাফ্ফর। ৪২ মিনিটে দিয়াবাতে সাইড ভলি এক ডিফেন্ডারের গায়ে লেগে বাইরে চলে গেলে ব্যবধান দ্বিগুণ হয়নি। দ্বিতীয়ার্ধেও ওয়ান্ডারার্সের রক্ষণে চাপ ধরে রাখে মোহামেডান। দ্বিতীয় গোলের দেখা তারা পায় ৮১তম মিনিটে। মোজাফ্ফরভের হেড রক্ষণে বাধা পাওয়ার পর বক্সে বল পেয়ে যান রাহিম উদ্দিন। বদলি এই মিডফিল্ডারের বাঁকানো শট ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাতের নিচ দিয়ে জড়ায় জালে। আট মিনিট পর সব অনিশ্চয়তার ইতি মোহামেডান টেনে দেয় দিয়াবাতের গোলে। ডান দিক থেকে আসা আড়াআড়ি ক্রসের নাগাল ঝাঁপিয়েও পাননি শাকিল; বল চলে যায় দিয়াবাতের পায়ে। ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন মোহামেডান অধিনায়ক। দিনের অন্য ম্যাচে ময়মনসিংহে দানিলো কুইপাপার একমাত্র গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে পুলিশ এফসি। তাতে জামাল ভূঁইয়ার ব্রাদার্সের হয়ে খেলতে নামার আনন্দ হয়েছে মাটি। আবাহনীর সাথে চুক্তি সংক্রান্ত জটিলতায় লিগের প্রথম পর্বে খেলতে পারেননি এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত অপর ম্যাচে জয় পেয়েছে ফর্টিস ক্লাব। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৩-১ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের। হেরে যাওয়া রহমতগঞ্জ ও ব্রাদার্সের পয়েন্ট ১৫ করে।