DailySangram-Logo

ফুটবল

আর্সেনাল-ম্যান সিটির জয়ের দিনে হেরেছে চেলসি

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে জয় পেয়েছে আর্সেনাল ও ম্যানচেষ্টার সিটি। মিকেল মেরিনোর জোড়া গোলে আর্সেনাল ২-০ গোলে লিচেষ্টার সিটিকে এবং ওমর মার্মাউশের হ্যাটট্রিকে ম্যান সিটি ৪-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে।

স্পোর্টস ডেস্ক
Printed Edition

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে জয় পেয়েছে আর্সেনাল ও ম্যানচেষ্টার সিটি। মিকেল মেরিনোর জোড়া গোলে আর্সেনাল ২-০ গোলে লিচেষ্টার সিটিকে এবং ওমর মার্মাউশের হ্যাটট্রিকে ম্যান সিটি ৪-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের কাছে ৩-০ গোলে হারের লজ্জা পেয়েছে চেলসি। লিষ্টার সিটির মাঠে নিজেদের সেরাটা মেলে ধরতে পারেনি আর্সেনাল। গোলশুন্য প্রথমার্ধ শেষ করতে হয় তাদের। দ্বিতীয়ার্ধেও প্রথম ৩৫ মিনিট গোল পায়নি আর্সেনাল। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ম্যাচের ৮১ মিনিটে প্রথম গোলের দেখা পায় আর্সেনাল। মিডফিল্ডার নওয়ানেরির ক্রসে হেডে গোল করেন মিডফিল্ডার মেরিনো। ছয় মিনিট পর দ্বিতীয় গোল করেন মেরিনো। লিয়ান্দ্রো ট্রোসার্ডের পাস থেকে গোল আদায় করে নেন মেরিনো। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠে ছাড়ে আর্সেনাল। ২৫ ম্যাচে ১৫ জয় ও ৮ ড্র’তে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল। ২৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯তমস্থানে লিষ্টার। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নিউক্যাসল ইউনাইটেডকে চাপে রাখে ম্যানচেষ্টার সিটিকে গোলের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৯ মিনিটে ম্যান সিটিকে প্রথম গোল এনে দেন মিশরীয় ফরোয়ার্ড মার্মাউশ। ৪ মিনিট পর আবারও গোল করেন ম্যান সিটিকে ২-০ গোলে এগিয়ে দেন তিনি। ৩৩ মিনিটে নিউক্যাসল ইউনাইটেডের জালে তৃতীয় গোল দিয়ে হ্যাটট্টিক পূর্ণ করেন মার্মাউশ। সতীর্থ সাভিনিয়োর পাস বক্সে বল পেয়ে গোল করেন তিনি। ১৩ মিনিট ৫৪ সেকেন্ডের মধ্যে ৩ গোল করেন মার্মাউ। ৩-০ গোলে এগিয়ে থেকে বড় জয়ের পথ নিশ্চিত করে ম্যান সিটি। ৮৪ মিনিটে নিউক্যাসল ইউনাইটেডের জালে চতুর্থবারের মত বল পাঠান জেমস ম্যাকাটি। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। ২৫ ম্যাচে ১৩ জয় ও ৫ ড্র’তে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো ম্যান সিটি। ইন্টারনেট।