DailySangram-Logo

ফুটবল

দেশের ফুটবলের প্রধান ভেন্যুর নতুন নাম ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’

ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত দেশের ফুটবলের অন্যতম প্রধান ও ঐতিহাসিক ভেন্যুর নতুন নামকরণ করেছে জাতীয় ক্রীডা পরিষদ (এনএসসি)। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত চিঠিতে শত বছরের পুরনো ভেন্যুটির নতুন নামকরণ হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’।

Printed Edition

স্পোর্টস রিপোর্টার: ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত দেশের ফুটবলের অন্যতম প্রধান ও ঐতিহাসিক ভেন্যুর নতুন নামকরণ করেছে জাতীয় ক্রীডা পরিষদ (এনএসসি)। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত চিঠিতে শত বছরের পুরনো ভেন্যুটির নতুন নামকরণ হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’। এক সময় পরিচিত 'ঢাকা স্টেডিযাম' আওয়ামী শাসনামলে ১৯৯৮ সালে নাম বদলে রাখা হয়েছিল 'বঙ্গবন্ধু জাতীয় স্টেডিযাম।' ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকেই শেখ পরিবারের সদস্যদের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তনের দাবি উঠে সর্বমহল থেকে। তারই আলোকে জাতীয ক্রীড়া পরিষদ স্থাপনাগুলোর নাম পরিবর্তন করতে শুরু করেছে।

'১৯৫৪ সালে নির্মিত সেই স্টেডিয়ামের নতুন নামকরণের ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয দিপডছে এনএসসি।নাম পরিবর্তনের ক্ষেত্রে কোন রাজনৈতিক করন না করায় সাধুবাদ জানিপডছে ক্রীডা সংশ্লিষ্ট মহল। এই স্টেডিয়ামে আশি-নব্বই দশকে ফুটবল-ক্রিকেট উভয় খেলা-ই হতো। পরবর্তীতে মিরপুরে ফুটবল এবং এখানে হতো ক্রিকেট। ২০০৫ সাল থেকে মিরপুরে স্থায়ীভাবে ক্রিকেট আর পল্টনে ফুটবল চলে আসছে। এই স্টেডিয়াম মূলত ফুটবল ও অ্যাথলেটিক্স ফেডারেশন ব্যবহার করে। তাই নামকরণ পরিবর্তনের বিষয়টি জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়ালকে চিঠির অনুলিপিতে রেখেছে। উল্লেখ্য ৩৬ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিযামেই বাংলাদেশ দল টেস্ট মর্যাদা পাওয়ার পর ২০০০ সালে নিজেদের প্রথম টেস্ট খেলেছিল।