DailySangram-Logo-en-H90

ক্রিকেট

ভারতের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ২৪১ রান

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৪৯ দশমিক ৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৪১ রান করেছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক
Printed Edition
p1aa

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৪৯ দশমিক ৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৪১ রান করেছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন সৌদ শাকিল।টস জিতে ব্যাট করতে নেমে ভারতকে মাত্র ২৪২ রানের লক্ষ্য দিতে পেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল।পাকিস্তানকে ভালো শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার বাবর আজম ও ইমাম-উল-ইক। তবে বাবরের বিদায়ের পরই পথ হারায় তারা। ৬ রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। সেখান থেকে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান ১০৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি পাকিস্তানের।

চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের মাঠে গিয়ে খেলতে রাজি হয়নি ভারত। যেকারণে হাইব্রিড মডেলে ভারত তাদের ম্যাচগুলো খেলছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। পাকিস্তানকে ও সেখানে গিয়েই ভারতের মোকাবেলা করতে হচ্ছে।সোমবার দুবাইতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। নতুন বলে ভারতের পেস সামলে দলকে ভালো শুরু এনে দেন বাবর আজম। অভিজ্ঞ এই ব্যাটারের এমন শুরুতে বড় ইনিংসের আভাস পাওয়া যাচ্ছিল। তবে হঠাৎই যেন তার ছন্দপতন। ইনিংসের নবম ওভারে হার্দিক পান্ডিয়ার সুইয়ে পরাস্ত হন। তার ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে লোকেশ রাহুলের গ্লাভসে। ২৩ রান করে বাবর ফেরায় ভাঙ্গে ৪৭ রানের উদ্বোধনী জুটি।

বাবর সাজঘরে ফেরার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার ইমাম। দেখে-শুনে খেলতে থাকা ইমাম নিজের বিপদ নিজেই ডেকে আনেন। ১০ ওভারের দ্বিতীয় বলে মিড অনের দিকে পুশ করেই দৌড় শুরু করেন, কিন্তু ক্রিজে পৌঁছানোর আগেই মিড অনে দাঁড়িয়ে থাকা অক্ষর প্যাটেল সরাসরি থ্রুতে স্টাম্প ভাঙ্গেন।৪৭ রানে দুই উইকেট হারানোর পর ১০৪ রানের জুটি গড়েন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। তাতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ৪৬ রান করে রিজওয়ান ফিরলে ভাঙ্গে সেই জুটি। পাকিস্তান অধিনায়ক ফিফটি হাতছাড়া করলেও এই মাইলফলক ছুঁয়েছেন শাকিল।

ফিফটির পর গিয়ার পরিবর্তন করেন শাকিল। দ্রুত রান তোলার চেষ্টায় ব্যর্থ হয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। ৭৬ বলে ৬২ রান এসেছে তার ব্যাট থেকে। এরপর তায়িব তাহির ও সালমান আলি আগা দ্রুত ফিরেছেন। তাতে আবারো ব্যকফুটে চলে যায় পাকিস্তান।শেষদিকে খুশদিল শাহ ও নাসিম শাহ ফিনিশিং দেওয়ার চেষ্টা করেন। খুশদিল ৩৯ বলে করেছেন ৩৮ রান। আর নাসিমের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ১৪ রান।অপরদিকে পাকিস্তানের ৩ উইকেট নেন কুলদিপ যাদব। ২ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ১টি করে উইকেট পেয়েছেন হর্ষিত রানা, অক্ষর প্যাটেল এবং রবিন্দ্র জাদেজা।