DailySangram-Logo-en-H90

ক্রিকেট

সাকিবের নাম প্রত্যাহারে রূপগঞ্জের চিঠি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দলবদলের প্রথমদিনে সাকিবকে দলে ভিড়িয়ে সবাইকে চমকে দেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। ক্লাবটির আশা ছিল আগামী মাসের শুরুতে প্রিমিয়ার লিগে সাকিবকে পাওয়া যাবে।

স্পোর্টস ডেস্ক
Printed Edition

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দলবদলের প্রথমদিনে সাকিবকে দলে ভিড়িয়ে সবাইকে চমকে দেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। ক্লাবটির আশা ছিল আগামী মাসের শুরুতে প্রিমিয়ার লিগে সাকিবকে পাওয়া যাবে। তবে দলবদলের দ্বিতীয় দিন গতকাল তার নাম প্রত্যাহারের জন্য সিসিডিএমের কাছে চিঠি দিয়েছে দলটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। ডিপিএলকে সামনে রেখে দল গোছানোর কাজে ব্যস্ত ক্লাবগুলো। লিজেন্ডস অব রূপগঞ্জ সাকিবকে দলে ভেড়ানোর মাধ্যমে বড়সড় চমক দিয়েছিল। এদিকে সাকিব প্রসঙ্গে রূপগঞ্জের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু গণমাধ্যমকে বলেছেন, আপনারা সকলেই জানেন সাকিব আল হাসানকে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলার জন্য দল-বদল প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করেছিলাম। কিন্তু সাকিব আল হাসানের সঙ্গে আমাদের কথা হয়েছে উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন আপাতত উনার দল-বদলটা স্থগিত রাখার জন্য। সাকিবের চিঠি প্রসঙ্গে এই কর্মকর্তা আরও বলেন, আমরা সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়েছি সাকিব আল হাসানের প্রতি পূর্ণ সম্মান বজায় রেখে তার যে আবেদনটা আছে, সেই আবেদনটা আমরা ক্লাবের পক্ষ থেকে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি। ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ এর মালিক লুৎফর রহমান বাদল মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘সবচেয়ে বড় আকর্ষণ সাকিব হাসান। আমার সঙ্গে কথা হয়েছে, ও আমেরিকাতেই ছিল। ঘরের ছেলে ঘরে এসেছে, এটাই সবচেয়ে বড় নিউজ।’