ক্রিকেট
কিউই পেসার অ্যাডাম মিলনে এলেন না ফরচুন বরিশালে
নিউজিল্যান্ড পেসার অ্যাডাম মিলনে ফরচুন বরিশালের পক্ষে বিপিএলে খেলতে ঢাকা আসছেন না। যদিও বরিশাল অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, প্লে-অফের আগে তার যুক্ত হওয়ার কথা।
Printed Edition
স্পোর্টস রিপোর্টার : নিউজিল্যান্ড পেসার অ্যাডাম মিলনে ফরচুন বরিশালের পক্ষে বিপিএলে খেলতে ঢাকা আসছেন না। যদিও বরিশাল অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, প্লে-অফের আগে তার যুক্ত হওয়ার কথা। কিন্তু সোমবার প্লে-অফ শুরুর আগে জানা গেল, বিপিএলে আসছেন না কিউই এই পেসার। ফরচুন বরিশালের এক সূত্র নিশ্চিত করেছে মিলনের না আসার খবর। টুর্নামেন্টের শুরু থেকে দলে থাকা কাইল মায়ার্স ফিরে এলেও রাডারে থাকা বাকি দুই বিদেশি আসছেন না এই বিপিএলে। ব্যস্ততার কারণেই মিলসেকে পাওয়া যাচ্ছে না বিপিএলে। একই অবস্থা আফগানিস্তানের স্পিনার নুর আহমেদের ক্ষেত্রেও। সম্ভাবনা জোরালো থাকলেও তাকে দলে পাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে এলিমিনেটরের ‘ডু অর ডাই’ ম্যাচের আগে নিজেদের শক্তি বাড়িয়েছে রংপুর রাইডার্স। টি-টোয়েন্টি ক্রিকেটের পরিচিত মুখ আন্দ্রে রাসেল খেলছেন দলটিতে। সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্স।