DailySangram-Logo

ক্রিকেট

বিসিবির চাকরি ছেড়ে আবাহনীর কোচ হলেন হান্নান সরকার

আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনী লিমিটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক নির্বাচক হান্নান সরকার।

স্পোর্টস রিপোর্টার: আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনী লিমিটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক নির্বাচক হান্নান সরকার। গতকাল আবাহনী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে। গত ২ ফেব্রুয়ারি বিসিবির নির্বাচক প্যানেলের পদ থেকে ইস্তফা দেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। বয়সভিত্তিক ক্রিকেটে নির্বাচক হিসেবে দায়িত্ব পালনের পর গত বছর ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য হন তিনি। মূলত কোচিং পেশাকে বেছে নিতেই পদত্যাগ করেছেন। ২০১০ ও ২০১১ সালে লেভেল ওয়ান ও লেভেল টু কোর্স হান্নান করেছেন। এত দিন বিসিবির বিভিন্ন পর্যায়ে নির্বাচক হিসেবে কাজ করেছেন। এবার ঢাকা লিগ দিয়ে তার কোচিং অধ্যায় শুরু হচ্ছে। বিসিবিতে বয়সভিত্তিক দল ও জাতীয় দলে মোট ৮ বছর ৮ মাস নির্বাচক ছিলেন হান্নান। বিসিবির পদ ছাড়ার সময় তিনি বলেছিলেন, ‘আমি আমার ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। কোচিংয়ে গেলে শুধু আমি নয়, বাংলাদেশ ক্রিকেটও উপকৃত হবে।’ বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বয়সভিত্তিক ও জাতীয় দল মিলিয়ে মোট ৮ বছর ৮ মাস নির্বাচকের দায়িত্ব পালন করছেন। সর্বশেষ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালনকালে চাকরি থেকে অব্যাহতি নেন তিনি। এবার যোগ দিলেন নতুন পেশায়। ক্রিকেট বোর্ড থেকে দায়িত্ব ছাড়ার সময়ই হান্নান জানিয়েছিলেন, কোচিংয়ে যোগ দেবেন তিনি। এবার ঘরোয়া লিগের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনীর প্রধান কোচ হিসেবে নতুন কাজ শুরু করলেন তিনি। ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব সামলাবেন সাবেক এই ক্রিকেটার। তার সঙ্গে সহকারী কোচ হিসেবে আবাহনীতে কাজ করবেন তারেক আজিজ খান। ঢাকা লিগকে সামনে রেখে আবাহনী ইতোমধ্যে দল গঠন করে ফেলেছে। নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নাহিদ রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহফুজুর রহমান রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকতদের মতো ক্রিকেটারদের নিয়ে দল গড়ছে তারা। আগামী সপ্তাহের মধ্যে পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে ঐতিহ্যবাহী এই ক্লাবে কারা কারা খেলবেন।