DailySangram-Logo-en-H90

ক্রিকেট

টিকে থাকার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আজ নিউজিল্যান্ড

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। টিকে থাকার লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।

স্পোর্টস ডেস্ক
Printed Edition
Untitled-1

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। টিকে থাকার লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের শুরুটা এবার ভালো হয়নি। প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। যে কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিউইদের কাছে হারলে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়বে বাংলাদেশ। বাংলাদেশ হার দিয়ে শুরু করলেও স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে নিউজিল্যান্ড। অবশ্য বাংলাদেশ থেকে শক্তি আর পরিসংখ্যানে এদিয়ে নিউজিল্যান্ড। ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্ত ৪৫ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরমধ্যে ১১টিতে জিতেছে, ৩৩টিতে হেরেছে টাইগাররা। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে এবং চারটিতে হেরেছে বাংলাদেশ। একমাত্র জয়টি এসেছে ২০২৩ সালের ডিসেম্বরে নেপিয়ারে, কিউইদের বিপক্ষে শেষ দেখায়। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ফরম্যাটে সেবারই প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডকে মাত্র ৯৮ রানে গুটিয়ে দিয়েছিল টাইগাররা। জবাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৪২ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে ভর করে মাত্র ১৫ দশমিক ১ ওভারে জয়ের স্বাদ পায় টাইগাররা। ২০৯ বল বাকী রেখে ম্যাচটি জিতেছিল টাইগাররা। নিজেদের ওয়ানডে ইতিহাসে যা বাংলাদেশের রেকর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ স্মৃতি অবশ্যই বাড়তি উৎসাহ দিবে বাংলাদেশকে। বিশেষ করে অধিনায়ক শান্তকে। যদিও সম্প্রতি ব্যাট হাতে ছন্দে নেই তিনি। বাংলাদেশের বিপক্ষে জয় পেলে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে যাবে নিউজিল্যান্ড। যে কারণে টাইগারদের বিপক্ষে ম্যাচকে হালকাভাবে নিচ্ছে না কিউইরা। মাহমুদুল্লাহ আজ নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন কী-না, এখনও নিশ্চিত নয়। মাহমুদুল্লাহর জায়গায় খেলতে নামা জাকের ৪টি চারে ৬৮ রনের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। সুতরাং নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদুল্লাহ খেলতে একাদশ কেমন হবে সেটিই এখন দেখার বিষয়। ভারতের বিপক্ষে খেলা মুস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন নাহিদ রানা। ভারতের বিপক্ষে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশের টপ অর্ডার। দলীয় ৩৫ রানে ৫ উইকেট হারায় টাইগাররা। হৃদয় এবং জাকের আলির ষষ্ঠ উইকেট জুটিতে ১৫৪ রানের সুবাদে শেষ পর্যন্ত ২২৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। আইসিসির কোনো ইভেন্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের কোন ব্যাটার হিসেবে এবং নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন তাওহিদ হৃদয়। তার মতে মতে, দুবাই এবং রাওয়ালপিন্ডির কন্ডিশন অনেকটাই ভিন্ন। হৃদয় বলেন, ‘আমরা জানি পাকিস্তানের কন্ডিশন ভিন্ন হবে। পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করব। আমাদের পরিকল্পনা আছে এবং আমরা তা সঠিকভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব।’

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিদ হাসান, নাহিদ রানা।

নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লে¬ন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।

বিষয়সমূহ