ক্রিকেট
ডিপিএলে শক্তিশালী দল গড়ছে রূপগঞ্জ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ( ডিপিএল) মোহামেডানের পর দ্বিতীয় সেরা দল গড়তে যাচ্ছে রূপগঞ্জ। জাতীয় দলের বেশ কিছু সম্ভাবনাময় তরুণ এবার দলটিতে খেলবেন। বিভিন্ন ক্লাব থেকে ১৪ ক্রিকেটার যোগ দিয়েছেন রূপগঞ্জে।
Printed Edition
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ( ডিপিএল) মোহামেডানের পর দ্বিতীয় সেরা দল গড়তে যাচ্ছে রূপগঞ্জ। জাতীয় দলের বেশ কিছু সম্ভাবনাময় তরুণ এবার দলটিতে খেলবেন। বিভিন্ন ক্লাব থেকে ১৪ ক্রিকেটার যোগ দিয়েছেন রূপগঞ্জে। এর মধ্যে কেউ সশরীরে, কেউ যোগ দিয়েছেন অনলাইনে। জাতীয় দলের সঙ্গে পাকিস্তান থাকা ৪ জাতীয় ক্রিকেটার সৌম্য সরকার, তানজিদ তামিম, জাকের আলী অনিক ও তানজিম সাকিব অনলাইনে রূপগঞ্জে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। এর বাইরে আবাহনী থেকে মাহমুদুল হাসান জয় এবং বাঁহাতি স্পিনার তানবির ইসলামের নতুন ঠিকানাও রূপগঞ্জ। সঙ্গে প্রাইম ব্যাংক থেকে শেখ মেহেদী, রেজাউর রহমান রাজাও ক্লাবটিতে নাম লিখিয়েছেন। ধানমন্ডি ক্লাবের সাইফ হাসানও রূপগঞ্জে সই করেছেন। গত লিগে শাইনপুকুরের নেতৃত্বে থাকা আকবর আলীও দলবদলের প্রথম দিন রূপগঞ্জ শিবিরে যোগদানের সব আনুষ্ঠানিকতা সারেন। প্রথম দিন প্রায় শ' খানেক ক্রিকেটার দল বদলে করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জাতীয় দলের সাবেক ওপেনার এনামুল হক বিজয়। আবাহনী ছেড়ে গাজী গ্রুপে যোগ দিয়েছেন তিনি। আর প্রাইম ব্যাংক থেকে পারটেক্স গ্রুপে সই করেছেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার সাব্বির রহমান। এছাড়া দেশের এক নম্বর পেসার হয়েও দল পাচ্ছিলেন না তাসকিন আহমেদ। লিটন দাস, মুমিনুল হক ও বিজয়ের সঙ্গে তাসকিনকে নিয়েও ছিল গুঞ্জন। অবশেষে নিশ্চিত হয়েছে তাসকিন এবার আবাহনী ছেড়ে মোহামেডানে এসেছেন। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে তাসকিন এখন পাকিস্তানে অবস্থান করছেন, তাই হয়তো অনলাইনেই দলবদলের আনুষ্ঠানিকতা সারবেন তিনি। ফর্ম ঠিক থাকলে এখন দুবাই কিংবা পাকিস্তানে থাকতেন লিটন দাস। ফর্ম খারাপ থাকায় জাতীয় দলের বাইরে তিনি। এবার ঢাকা লিগের কোথায় খেলবেন লিটন? তা গতকালও ছিল অজানা। সবার অলক্ষ্যে এসে টোকেন তুলেছেন লিটন। কোথায় জমা দেবেন সেটাই প্রশ্ন। জানা গেছে রূপগঞ্জের সঙ্গে কথা চলছে লিটনের। তবে এখনো কথাবার্তা চূড়ান্ত হয়নি দু'পক্ষের। লিটন যে পারিশ্রমিক দাবি করেছেন, তাতে রাজি হচ্ছে না রূপগঞ্জ। ফলে দু'পক্ষের দর কষাকষি চলছে। লিটনের সঙ্গে আলোচনা চলমান রেখেছেন রূপগঞ্জের ক্লাব কর্মকর্তারা।