ক্রিকেট
চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড প্রাইজমানির
চ্যাম্পিয়ন দল পাবে সর্বোচ্চ ২৭ কোটি টাকা
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। গতকাল আসরটির প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।
Printed Edition
স্পোর্টস রিপোর্টার: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। গতকাল আসরটির প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। সবমিলিয়ে এবারের আসরের জন্য ৬৯ লাখ মার্কিন ডলার অর্থ পুরস্কার রেখেছে ক্রিকেট বিশ্বের নিয়ন্ত্রক সংস্থাটি। সবশেষ ৮ বছর আগে ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। সেবার এই পুরস্কারের পরিমাণ ছিল ৪৫ লাখ মার্কিন ডলার। এবার ৫৩ শতাংশ বেড়ে এই পরিমাণ দাঁড়িয়েছে ৬৯ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ কোটি ৩৭ লাখ টাকা। ২০১৭ সালের পর প্রথমবার মাঠে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। গত কয়েক বছরে আইসিসির ইভেন্টে রেকর্ড প্রাইজমানি দেওয়া হয়েছে। প্রায় আট বছর পর ফেরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই ব্যাপার। এবার ৩৬ লাখ ডলার এবার বেশি দেওয়া হবে, ৫৩ শতাংশ বেশি। ৯ মার্চ হবে ফাইনাল ম্যাচ। ফাইনাল শেষে ট্রফির সঙ্গে চ্যাম্পিয়ন্সরা পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার বা ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার ৪২৪ টাকা। রানার্সআপদের দেয়া হবে ১১ লাখ ২০ হাজার ডলার বা সাড়ে ১৩ কোটি ৫৩ লাখ ২৩ হাজার ২১২ টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া প্রত্যেক দল পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার (৬ কোটি ৭৬ লাখ ৬১ হাজার ৬০৬ টাকা) করে। কেউই খালি হাতে ফিরবেন না। প্রত্যেক গ্রুপ ম্যাচ জয়ের জন্য দেওয়া হবে ৩৪ হাজার ডলার (৪১ লাখ ৮ হাজার ২৬ টাকা)। পঞ্চম কিংবা ষষ্ঠ হওয়া দলের প্রত্যেকে পাবে সাড়ে তিন লাখ ডলার (৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার ৫০৩ টাকা) করে। সপ্তম ও অষ্টম দল ১ লাখ ৪০ হাজার ডলার (১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা) করে। কোনও দল যদি একটিও ম্যাচ নাও জেতে, তবুও কোটি টাকা পাবে। অংশ নেওয়ার কারণে প্রত্যেক দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা) পুরস্কার। আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘এই বিশাল অর্থ পুরস্কার আইসিসির ক্রিকেটে বিনিয়োগের প্রতিশ্রুতি ও আমাদের ইভেন্টগুলোর গ্লোবাল মর্যাদা বজায় রাখার প্রতিফলন। অর্থনৈতিক প্রণোদনার বাইরেও এই টুর্নামেন্টে কঠোর প্রতিযোগিতা হয়, বিশ্বব্যাপী ভক্তদের মোহিত করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্রিকেটের বিকাশ ও দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ উদ্বোধনী দিনে স্বাগতিক পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ১৯৯৬ সালের পর এই প্রথম কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। ভারতের ম্যাচগুলো হবে দুবাইতে। বাংলাদেশের প্রথম ম্যাচ এই ভারতের বিপক্ষেই, ২০ ফেব্রুয়ারি। টাইগারদের পরবর্তী ম্যাচে রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি নিউজল্যিান্ডের বিপক্ষে; একই ভেন্যুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে। বৃহস্পতিবার দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আশা প্রকাশ করে বলেছেন, তারা শিরোপা জয়ের জন্যই যাচ্ছেন। শেষ পর্যন্ত টাইগাররা কতটুকু সাফল্য দেখাতে পারে সেটাই এখন দেখার। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গী ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সেমি-ফাইনালে।