ক্রিকেট
ট্রফি নিয়ে আজ বরিশাল যাবে চ্যাম্পিয়নরা
বরিশালের ক্রিকেটপ্রেমীদের জন্য এটি আনন্দের সংবাদ। বিপিএল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আজ বরিশাল যাচ্ছে তামিম-মুশফিকরা।
Printed Edition
![366](https://static.dailysangram.com/images/366.original.jpg)
স্পোর্টস রিপোর্টার: বরিশালের ক্রিকেটপ্রেমীদের জন্য এটি আনন্দের সংবাদ। বিপিএল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আজ বরিশাল যাচ্ছে তামিম-মুশফিকরা। একটি নয়, দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি। কারণ গত আসরে শিরোপা জয়ের পরও তারা বরিশালে যেতে পারেননি। এবার সেই সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না তামিম ইকবাল ও তার দল। এবার চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন্স শিরোপা নিয়ে তাদের শহরে ফিরছে। এ নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল জানান, আগামী রোববার তারা ট্রফি নিয়ে বরিশালে যাবেন। তিনি বলেন, আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন। সবঠিক থাকলে আজ দুই আসরের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বরিশালে যাবে ফ্র্যাঞ্চাইজিটি। সাধারণত বরিশালের মানুষ লঞ্চে করে ভ্রমণ করতে পছন্দ করে। তাই অনেকেই ধারণা করেছিলেন ট্রফি নিয়ে হয়ত তামিম-মুশফিকরাও লঞ্চে করেই তাদের ঘরে ফিরবেন। কিন্তু জানা যায়, ফ্র্যাঞ্চাইজিটি দুটি ট্রফি নিয়ে বিমানে করে ঢাকা থেকে বরিশালে অবতরণ করবে। প্রসঙ্গত, চিটাগং কিংসকে ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএল ট্রফি জিতেছে ফরচুন বরিশাল। বিপিএলের বেশিরভাগ ম্যাচ ঢাকায় আয়োজিত হলেও সিলেট ও চট্টগ্রামেও কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়। ফলে বরিশালের অনেক দর্শক সরাসরি মাঠে বসে তাদের প্রিয় দলের খেলা উপভোগ করতে পারেননি। এবার সেই ভক্তদের কথা ভেবেই বরিশাল সফরের সিদ্ধান্ত নিয়েছে চ্যাম্পিয়নরা। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ফাইনালে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে দক্ষিণাঞ্চলের এই ফ্র্যাঞ্চাইজি। এই জয়ের মাধ্যমে ফরচুন বরিশাল বিপিএলের ইতিহাসে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার শিরোপা জয়ের কীর্তি গড়েছে। শিরোপা জয়কে স্মরণীয় করে রাখতে দলের প্রতিটি সদস্যের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ। চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সদস্যদের আইফোন ১৬ উপহার দিয়েছে ফরচুন গ্রুপ। ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দলের প্রত্যেক সদস্যের কাছে ইতোমধ্যে আইফোন ১৬ পৌঁছে দেয়া হয়েছে। শিরোপার সঙ্গে আর্থিক পুরস্কারও অর্জন করেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। চ্যাম্পিয়ন দল হিসেবে তারা পেয়েছে আড়াই কোটি টাকা প্রাইজমানি। অন্যদিকে, রানার্সআপ চিটাগং কিংসের জন্য বরাদ্দ ছিল দেড় কোটি টাকা। টানা দ্বিতীয় শিরোপা জিতে এবার সমর্থকদের হতাশ করতে চায় না বরিশাল। বরিশালেই এবার উৎসব করবে তারা। বিপিএলের ফাইনাল ম্যাচে গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৯৪ রান সংগ্রহ করে চিটাগং কিংস। এই রান তাড়া করতে নেমে শুরুর দিকে ভালো খেললেও পরে বিপাকে পরে বরিশাল। সেই ধাক্কা অবশ্য সামলে নেন রিশাদ হোসেন। ৩ বল হাতে রেখে নিশ্চিত করেন বরিশালের ৩ উইকেটের জয়। এই শিরোপায় অবদান রয়েছে বরিশালের কর্ণধার মিজানুর রহমানের। এমনটাই মনে করেন তামিম। তিনি বলেন, ‘অবিশ্বাস্য (আবার জেতা)। আমি মালিককে ধন্যবাদ দেব। উনি দুর্দান্ত ছিলেন, আমি যা করতে চেয়েছি তিনি তা করতে দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না তা নিয়ে হস্তক্ষেপ করেননি। আমাকে স্বাধীনতা দিয়েছেন, যেটা আমি চেয়েছি। হারলেও কিছু বলেননি।’