ক্রিকেট
বাংলাদেশ ও শ্রীলঙ্কার পর যে কীর্তি গড়ল জিম্বাবুয়ে
ক্রিকেটে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কীর্তিতে ভাগ বসিয়েছে জিম্বাবুয়ে। এত দিন শুধু বাংলাদেশ ও শ্রীলঙ্কাই সব টেস্ট দলকে ঘরের মাঠে আতিথেয়তা দিয়েছে।গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট আয়োজন করে
Printed Edition
স্পোর্টষ ডেস্ক : ক্রিকেটে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কীর্তিতে ভাগ বসিয়েছে জিম্বাবুয়ে। এত দিন শুধু বাংলাদেশ ও শ্রীলঙ্কাই সব টেস্ট দলকে ঘরের মাঠে আতিথেয়তা দিয়েছে।গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট আয়োজন করে সেই কীর্তি ছুঁয়েছে জিম্বাবুয়েও।২০০০ সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার পর দেড় যুগ ক্রিকেটের দীর্ঘ সংস্করণে মোট দল ছিল ১০টি। ২০১৮ সালে নতুন করে যুক্ত হয় আয়ারল্যান্ড ও আফগানিস্তান। গত ৭ বছরে আফগানিস্তান দল টেস্ট খেলেছে ৬টি দলের বিপক্ষে, গতকালের আগপর্যন্ত আয়ারল্যান্ড দল ৫টির বিপক্ষে। অপর দিকে ১৯৯২ সালে টেস্ট মর্যাদা পাওয়া জিম্বাবুয়ে ঘরের মাঠে দশম প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে খেলেছে গত বছরের ফেব্রুয়ারিতে।গতকাল শুরু বুলাওয়ে টেস্ট দিয়ে আয়ারল্যান্ডকে আতিথেয়তা দিল তারা। নিজের অভিষেক টেস্টেই নেতৃত্ব দিচ্ছেন জোনাথন ক্যাম্পবেল, যা এই শতাব্দীতে দ্বিতীয় ঘটনা।
নিজেদের মাটিতে সব টেস্ট দলকে আতিথেয়তা দেওয়ার প্রথম কীর্তিটি গড়ে বাংলাদেশ। ২০২৩ সালের এপ্রিলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে ম্যাচ দিয়ে সব দলকে নিয়ে ঘরের মাঠে টেস্ট আয়োজনের চক্র পূরণ করে বাংলাদেশ। শ্রীলঙ্কা চক্র পূরণ করে গত বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তানকে দিয়ে। তার আগে আয়ারল্যান্ডকে আতিথেয়তা দিয়েছিল ২০২৩ সালে।বুলাওয়েতেও জিম্বাবুয়ের বিপক্ষে ১ ম্যাচের সিরিজই খেলছে আয়ারল্যান্ড। যে টেস্টে টসে জিতে ব্যাটিং করে প্রথম ইনিংসে আয়ারল্যান্ড তুলেছে ২৬০ রান। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি নিয়েছেন ৭ উইকেট। প্রথম ইনিংসে ১ উইকেটে ৭২ রান নিয়ে দিন শেষ করেছে জিম্বাবুয়ে।এই টেস্টটি আরেকটি কারণেও বিশেষ। সেটি অবশ্য জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন ক্যাম্পবেলের জন্য। নিজের অভিষেক টেস্টেই যে নেতৃত্ব দিচ্ছেন এই ক্রিকেটার, যা এই শতাব্দীতে দ্বিতীয় ঘটনা।সর্বশেষ টেস্ট অভিষেকেই অধিনায়কত্ব করার বিরল কীর্তি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার নিল ব্র্যান্ড। ২০২৪ সালের জানুয়ারিতে একই সময়ে এসএ২০ টুর্নামেন্ট থাকায় শীর্ষ সারির ক্রিকেটারদের না রেখেই দল ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই সুবাদে নেতৃত্ব পেয়েছিলেন নিল ব্র্যান্ড। আর এবার ক্যাম্পবেল পেলেন নিয়মিত অধিনায়ক ক্রেগ আরভিন পারিবারিক কারণে শেষ মুহূর্তে টেস্ট থেকে সরে দাঁড়ানোয়।