ক্রিকেট
হুটহাট বিদেশী ক্রিকেটার এনে খেলানো আদর্শ নয় - আশরাফুল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বরাবরই সমালোচিত একটি টুর্নামেন্ট। ২০১২ সালে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের এই টুর্নামেন্টটি শুরু হলেও এখন পর্যন্ত সমালোচনা এড়াতে পারেনি।
Printed Edition
স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বরাবরই সমালোচিত একটি টুর্নামেন্ট। ২০১২ সালে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের এই টুর্নামেন্টটি শুরু হলেও এখন পর্যন্ত সমালোচনা এড়াতে পারেনি। প্রতি আসরেই কোনও না কোনও ইস্যু নিয়ে সমালোচিত হচ্ছে। এবারতো সব কিছুকে ছাড়িয়ে গেছে। গত কয়েক আসর ধরেই বিদেশি ক্রিকেটাররা হুটহাট করে আসছেন, এক-দুই ম্যাচ খেলে চলেও যাচ্ছেন। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের জন্য যেমন মানিয়ে নেওয়া কঠিন, তেমন টুর্নামেন্টের জৌলুসও হারাচ্ছে। সাবেক অধিনায়ক ও রংপুর রাইডার্সের সহকারি কোচ মোহাম্মদ আশরাফুল মনে করেন, হুটহাট বিদেশি ক্রিকেটার আনিয়ে খেলানো কখনই আদর্শিক নয়। সোমবার এলিমিনেটর রাউন্ডে রংপুর রাইডার্স মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্সের। ম্যাচটিতে তিন বিদেশি তারকা ক্রিকেটার টিম ডেভিড, জেমস ভিন্স ও আন্দ্রে রাসেলদের উড়িয়ে আনে রংপুর ফ্র্যাঞ্চাইজি। যদিও তারা কেউই প্রত্যাশা মেটাতে পারেননি। আগের রাতে ঢাকায় এসে সোমবার সকালে ম্যাচ খেলতে নামা কারও জন্যই সহজ হওয়ার কথা নয়। বিপিএল গভর্নিং কাউন্সিল গত কয়েক আসর ধরেই এই ধরনের সুযোগ দিয়ে আসছে। ফলে বিসিবির দেওয়া এই সুযোগকে কাজে লাগিয়ে দলগুলোও গুরুত্বপূর্ণ ম্যাচে বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে। কিন্তু হুটহাট বিদেশি ক্রিকেটার আসার আরও একটি কারণ আছে। গত কয়েক বছর ধরে বিপিএল চলাকালীন সময়ে বিভিন্ন জায়গায় টি-টোয়েন্টি টুর্নামেন্ট হচ্ছে। এবার যেমন দুবাইয়ে আইএল টি-টোয়েন্টি এবং দক্ষিণ আফ্রিকায় এসএ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হচ্ছে। এই দুটি টুর্নামেন্টের কারণে বিপিএলের দলগুলো কারও সঙ্গেই লম্বা সময়ের জন্য চুক্তিবদ্ধ হতে পারেনি। এই কারণেই মূলত শেষ দিকে এসেও বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে হচ্ছে।