DailySangram-Logo

ক্রিকেট

নারী ক্রিকেট দলের নতুন কোচ সারোয়ার ইমরান

সারোয়ার ইমরান বাংলাদেশের একজন অভিজ্ঞ কোচ। তিনি ২০০০ সালে পুরুষ জাতীয় দলের কোচ ছিলেন, যখন বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল ভারতের বিপক্ষে। এছাড়া তিনি অনূর্ধ্ব-১৯ নারী দলকেও কোচিং করিয়েছেন। এবার জাতীয় নারী দলের দায়িত্ব নিয়ে তিনি বিশ্বকাপ বাছাইপর্বে ভালো করার লক্ষ্যে কাজ করছেন।

স্পোর্টস ডেস্ক
Printed Edition

বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন কোচ সারোয়ার ইমরান। শ্রীলংকান কোচ হাসান তিলকরতেœর স্থলাভিষিক্ত হলেন তিনি। চলতি মাসে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নারী দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন হাসান তিলকরতেœ। ফলে এবার নারী দলের দায়িত্ব নিলেন সারোয়ান ইমরান। সারোয়ার ইমরান বাংলাদেশের একজন অভিজ্ঞ কোচ। তিনি ২০০০ সালে পুরুষ জাতীয় দলের কোচ ছিলেন, যখন বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল ভারতের বিপক্ষে। এছাড়া তিনি অনূর্ধ্ব-১৯ নারী দলকেও কোচিং করিয়েছেন। এবার জাতীয় নারী দলের দায়িত্ব নিয়ে তিনি বিশ্বকাপ বাছাইপর্বে ভালো করার লক্ষ্যে কাজ করছেন। প্রধান কোচের দায়িত্ব গ্রহণের পর সারোয়ার ইমরান জানান, নতুন চ্যালেঞ্জ সামনে, বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচ আছে। ব্যাটিংটা অবশ্যই চ্যালেঞ্জ, এটা আমাদের উন্নতি করতেই হবে। কারণ টপ লেভেলে যেতে হলে ব্যাটিংয়ের বিকল্প কিছু নেই। আমরা সে লক্ষ্যে কাজ করছি। বাংলাদেশ নারী দলের অন্যতম দুর্বলতা ব্যাটিং। তাই দলের সেরা ১০ জন ব্যাটারকে নিয়ে বিশেষ ক্যাম্প শুরু করেছেন ইমরান। তিনি বলেন, ইতোমধ্যে দুই দিন অনুশীলন হয়েছে, আমরা তাদের টেকনিক্যাল সমস্যা নিয়ে কাজ করছি যাতে তারা স্বাধীনভাবে খেলতে পারে। ব্যাটিং সমস্যা থাকলেও বাংলাদেশ নারী দলের বোলিং বিভাগ ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে। তবে তাতেও পুরোপুরি স্বস্তি পাচ্ছেন না ইমরান। তিনি বলেন, বোলিং নিয়েও স্বস্তির কিছু নাই। সবসময় উন্নতি করতে হবে। বিগত আড়াই বছর ধরে বাংলাদেশ নারী দলের প্রধান কোচ ছিলেন হাসান তিলেকারতেœ। তবে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে তার চুক্তির মেয়াদ শেষ হয়। সে সফরে টাইগ্রেসরা ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারায়, যার ফলে তাদের বাছাইপর্ব খেলতে হবে। বিসিবির অসন্তোষ বুঝতে পেরে তিলেকারতেœ নিজ থেকেই সরে দাঁড়ান। এরপর বিসিবি নতুন দায়িত্ব অর্পণ করেছে সারোয়ার ইমরানের ওপর। উইন্ডিজ সফরের আগে সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলার সুযোগ ছিল বাংলাদেশ নারী দলের সামনে। কিন্তু সিরিজ হেরে তারা সেই সুযোগ হারিয়েছে। বাংলাদেশ ওমেন্স চ্যাম্পিয়নশিপে ২১ পয়েন্ট পেলেও নিউজিল্যান্ডের তুলনায় কম নেট রানরেট থাকার কারণে সরাসরি বিশ্বকাপে যাওয়া হয়নি। তাই এখন নতুন কোচের প্রধান লক্ষ্য বাছাইপর্ব পেরিয়ে টাইগ্রেসদের বিশ্বকাপে তোলা।