শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বেনগাজির হামলায় আল কায়েদা জড়িত নয়

ওয়াশিংটন  থেকে  এএফপি  :  লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেট ভবনে হামলার সঙ্গে আল কায়দার জড়িত থাকার কোন প্রমাণ মেলেনি।

শুক্রবার দ্য লস অ্যাঞ্জেলেস টাইমসের খবরে বলা হয়, গত মাসে বেনগাজিতে যে হামলা চালানো হয় তা আল কায়দার নির্দেশে হয়েছে এমন কোন প্রমাণ মার্কিন গোয়েন্দা সংস্থা পায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে আরো বলা হয়, নাম মাত্র পরিকল্পনায় এ হামলা চালানো হয়। গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটিতে বলা হয়, হামলাকারীরা ছিল ব্যাপকমাত্রায় বিশৃক্মখল। হামলা পূর্বপরিকল্পিত নয়। অনেকে হামলার শেষে এসে যোগ দেয়। হামলাকারীদের অনেকের হাতেই কোন অস্ত্র ছিলনা। কারো কারো উদ্দেশ্য ছিল কেবলই লুটপাট। উল্লেখ্য গত মাসে মহানবী (সা:) কে ব্যঙ্গ করে নির্মিত চলচ্চিত্রের জের ধরে বেনগাজিতে চালানো হামলায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স ও আরো তিন আমেরিকান নিহত হয়।

হামলার পর পাঁচ সপ্তাহের তদন্ত শেষে মার্কিন গোয়েন্দা সংস্থা বলেছে, হামলার সঙ্গে আল কায়দার সম্পৃক্ততার কোন প্রমাণ পাওয়া যায়নি।

অনলাইন আপডেট

আর্কাইভ