শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

হত্যার দায়ে যাবজ্জীবন

বরিশাল অফিস : বরিশালের হিজলা উপজেলার খাগেরচর গ্রামে এক ব্যক্তিকে হত্যার দায়ে একই এলাকায় জাহাঙ্গীর হোসেন হাওলাদার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মো. আলী হায়দার এ রায় দেন। তবে দন্ডপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, বসতবাড়ি ও জমিজমা নিয়ে নিহত আনোয়ার হোসেনের পরিবারে সঙ্গে প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন হাওলাদারের বিরোধ ছিল। ২০০৮ সালের ১৬ জানুয়ারি জাহাঙ্গীরের গরু আনোয়ার হোসেনের বাগানে প্রবেশ করে গাছ নষ্ট করলে তিনি (আনোয়ার হোসেন) গরুটিকে পিটিয়ে বের করে দেন। এরই জের ধরে জাহাঙ্গীর হাওলাদারসহ ১০/১২ জন আনোয়ার হোসেনকে পিটিয়ে আহত করে। পরে তাকে গুরুত্বর অবস্থায় প্রথমে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল  শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ১৭ জানুয়ারি সকাল ১১টায় আনোয়ারের মৃত্যু হয়।এ ঘটনায় ১৯ জানুয়ারি আনোয়ারের বাবা হোসেন আলী খাঁ বাদী হয়ে ৯ জনকে আসামি করে হিজলা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় তদন্তকারী কর্মকর্তা হিজলা থানা পুলিশের উপ-পরিদর্শক মতিয়ার রহমান জাহাঙ্গীর হাওলাদার অভিযুক্ত করে এবং অন্য আসামিদের মামলা থেকে অব্যাহতি চেয়ে ওই বছরের ২৬ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালেতের বিচারক ২১ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দিয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ