শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের প্রস্তাব মালয়েশিয়ার

সংগ্রাম ডেস্ক : পদ্মা সেতু নির্মাণে চূড়ান্ত স্বাক্ষরের লক্ষ্যে খসড়া প্রস্তাব দিয়েছে মালয়েশিয়া। গতকাল বৃহস্পতিবার বিকেলে সেতু ভবনে মালয়েশিয়া সরকারের দক্ষিণ এশিয়ার অবকাঠামো বিষয়ক বিশেষ দূত দাতো সেরি সামি ভেলু যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে আনুষ্ঠানিক প্রস্তাবের কপি তুলে দেন। পরে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘‘খসড়া প্রস্তাবটি যাচাই-বাছাই করা হবে। প্রথমে আমরা নিজেদের মধ্যে প্রস্তাবের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করবো। তারপর মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করবো।’’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘মালয়েশিয়ার প্রস্তাবটি গ্রহণের ক্ষেত্রে এবং আলোচনায় আমাদের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেয়া হবে।’’

বিশ্ব ব্যাংকের অর্থায়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয় বিষয়টির সম্মানজনক সমাধানের চেষ্টা করছে। মন্ত্রী বলেন, মালয়েশিয়া সরকারের সঙ্গে সমঝোতার পর চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের আগ পর্যন্ত বিকল্প পথ খোলা রয়েছে। এখনো সমঝোতার দরজা বন্ধ হয়নি।

ওবায়দুল কাদের বলেন, মালয়েশিয়ার প্রস্তাবে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সমঝোতায় পৌঁছানো গেলে অনতিবিলম্বে একটি চুক্তিতে উপনীত হওয়া সম্ভব হবে। এরপর কয়েক মাসের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে গ্রাউন্ড-ব্রেকিং অনুষ্ঠান করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ