শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মোহামেডানের জয় হেরেছে আবাহনী

স্পোর্টস রিপোর্টার : মহিলা ক্রিকেট লীগে জয় পেয়েছে মোহামেডান। তবে হেরেছে আবাহনী। এছাড়া দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে বিকেএসপি। গতকাল মোহামেডান ৮ উইকেটে হারিয়েছে গুলশান ইয়ুথ ক্লাবকে। আবাহনীকে ৩৬ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকেএসপি ৭ উইকেটে হারিয়েছে আজাদ স্পোর্টিং ক্লাবকে। সিসিএস মাঠে গুলশান ইয়ুথ ক্লাবকে হারিয়ে জয়েরধারা অব্যাহত রেখেছে মোহামেডান। আগে ব্যাট করে গুলশান ইয়ুথ ক্লাব অল আউট হয় মাত্র ৩১ রানে। জবাবে ব্যাট করতে নেমে মোহামেডান ২ উইকেটে ৩২ রান করে ম্যাচ জিতে নেন ৮ উইকেটে। মোহামেডানের বোলারদের বোলিং আক্রমণে মাত্র ৩১ রানে গুটিয়ে যায় গুলশান ইয়ুথ ক্লাবের ইনিংস। ওপেনার সমাপ্তি বিশ্বাস ১১ রান করলেও অন্য কোন ব্যাটসম্যান ভালো স্কোর গড়তে পারেনি। হালিমা আক্তার ৯ রান আর হ্যাপি আলম ৮ রান করেন। সুকতারা মাত্র ২ রানে নেন ৪টি উইকেট। সালমা খাতুন নেন ২টি উইকেট। মোহামেডানের পক্ষে সুকতারা ১৮ রানে আর সায়লা শারমিন ১২ রান করেই দলকে বড় জয় এনে দেয়। ২০ ওভারের ম্যাচ হলেও মোহামেডান জয় পায় মাত্র ৪.১ ওভারে। মিরপুর স্টেডিয়ামে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামাল ৩৬ রানে হারিয়েছে আবাহনীকে। আগে ব্যাট করে শেখ জামাল ৯ উইকেটে ১৬৪ রানের ইনিংস গড়ে। জবাবে ব্যাট করতে নেমে আবাহনী ১২৮ রানে অল আউট হলে শেখ জামাল জয় পায় ৩৬ রানে। বিজয়ী দলের সুর্বনা ইসলাম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। সুর্বনা ইসলাম সর্বোচ্চ ৪৭ রান করার পাশাপাশি নিয়েছেন তিন উইকেট। এছাড়া বিজয়ী দলের পান্না ঘোষ ২৮ আর সোহেলী আকতার ২৪ রান করেন। আবাহনীর পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন শারমিন আকতার। শাহনাজ পারভিন ২০ রান আর লতা মন্ডল করেন ১৬ রান। ধানমন্ডি মাঠে জয় পেয়েছে বিকেএসপি। ৭ উইকেটে হারিয়েছে আজাদ স্পোটিংকে। আগে ব্যাট করে আজাদ স্পোটিং করে ১৬০ রান। দলের পক্ষে সাথিরা জাকির সর্বোচ্চ ৭৪ রান করেন। রিতু মনি করে ৩৩ রান। জয়ের জন্য ১৬০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে বিকেএসপি ৩ উইকেটে ১৬১ রান করে জয়ী হয় ৭ উইকেটে। বিজয়ী দলের পক্ষে শারমিন আক্তার ৫০ রান আর ফারজানা হক ৭২ রান করে দলকে জয় এনে দেয়।

অনলাইন আপডেট

আর্কাইভ