শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের মৃত্যু ॥ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

খুলনা ব্যুরো : খুলনা জেলার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোড়ল(৭০) মৃত্যুবরণ করেছেন। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার সকালে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১ টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের বাসিন্দা প্রাক্তন ব্যাংকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, গুটুদিয়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোড়ল গুটুদিয়া মোড় মোটর সাইকেলযোগে অতিক্রম করছিল। এ সময় ডুমুরিয়া থেকে খুলনাগামী একটি দ্রুতগতি সম্পন্ন বাস পিছন থেকে তাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি মহাসড়কের উপর ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেনেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের কর্মবিরতির কারণে সেখান থেকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা সাড়ে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার সকাল ৯টায় গুটুদিয়া ফুটবল মাঠে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সরদার মাহাবুবুর রহমান, মহানগর কমান্ডার আলমগীর কবির, উপজেলা কমান্ডার নূরুল ইসলাম মানিক, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জেলার সভাপতি সরদার রাকিবুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামাল জামাল, খুলনা বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার খান আতিয়ার রহমান, গুটুদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা সরোয়ার, সোনালী ব্যাংকের ম্যানেজার মো. রুহুলা আল মামুন, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম আব্দুল মতিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ