বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

কিউইদের হারানোর ম্যাচে রোহিতদের শাস্তি

স্পোর্টস ডেস্ক: সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। সেই ম্যাচে ধীর গতির বোলিংয়ের কারণে বড় শাস্তির মুখে পড়েছে রোহিত শর্মার দল। স্বাগতিকদের ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল ৫০ ওভার শেষ করতে না পারলে, সেই দলের ক্রিকেটারদের জরিমানার মুখে পড়তে হয়। সেখানে প্রতিটি ওভারের জন্য ক্রিকেটারদের ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে রাখা হয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ে তিন ওভার কম করেছে ভারত। ফলে রোহিত-বিরাট কোহলিদের ম্যাচ ফির ৬০ শতাংশ কেটে রাখার ঘোষণা দিয়েছেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। ভারতীয় ক্রিকেট দল এই সিদ্ধান্ত মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। ওপেনার শুভমান গিলের রেকর্ড ডাবল সেঞ্চুরিতে ৩৪৯ রান করে ভারত। সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান হিসেবে নাম লিখিয়েছেন গিল। ব্রেসওয়েলের ১৪০ রানের ইনিংসের পরও ১২ রানে হেরে যায় নিউজল্যান্ড।

অনলাইন আপডেট

আর্কাইভ