শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কবিতা

সায়ীদ উসমান-এর গুচ্ছছড়া

বিজয়ের স্বপ্ন 

 

কত্তো পাখি ডানা মেলে

যাচ্ছে উড়ে উড়ে

সাগর নদী পাহাড় গিরি

দেখছে ঘুরে ঘুরে।

 

পাখির মতো স্বাধীন মনের

ডানা মেলে মেলে

আমরাও চাই উড়তে শোষণ

পিছু ফেলে ফেলে।

 

পাখির মতো স্বাধীনতাই

আনবো লড়ে লড়ে

এই চেতনাই জাগলো সবার 

মনের ঘরে ঘরে।

 

তাইতো সবাই করলো লড়াই

অস্ত্র হাতে হাতে

পাক সেনারা ভাগলো তখন 

মরলো সাথে সাথে।

 

বিজয় পেয়ে বেঁচে আছি

আমরা সুখে সুখে

তাই বিজয়ের স্বপ্ন বাজে

সবার বুকে বুকে।

 

মদিনা 

 

ঐ মদিনার পথের খোঁজে 

নেমে গেছি পথে

হেঁটেই সে পথ পেরিয়ে যাই 

নবীর মুহাব্বতে।

 

পথেই যদি পাষাণ মরণ 

আমায় ছোবল মারে

হে প্রাণ তুমি উড়ে গিয়ে 

সালাম বলো তারে।

 

এক দেশে এক বুড়ি ছিল

 

এক দেশে এক বুড়ি ছিল

বুড়ির হাতে চুড়ি ছিল

বুড়ির চুড়ির ঝন্ঝনানি

কাঁপিয়ে দিতো বনবনানী

নাম বুড়িমার ‘নূড়ি’ ছিল

এক দেশে এক বুড়ি ছিল।

 

তুলতুলে সব ছেলেমেয়ে 

সেই বুড়িমার আদর পেয়ে

আসতো চলে বুড়ির কাছে

থাকতো বুড়ি গাছে গাছে

বুড়ির ফুলের ঝুড়ি ছিল

এক দেশে এক বুড়ি ছিল।

 

বুড়ির ফুলের ঝুড়িটাতে

ফুল দিতো ফুলপরী রাতে

তাই বুড়ি খুব ভালোবেসে

সবাইকে ফুল দিতো হেসে

বুড়িমা থুত্থুড়ি ছিল

এক দেশে এক বুড়ি ছিল।

 

রোদের ছানা

 

রোদের ছানা

গায় যে গানা

গায় মেখে দেয় উম

উদাসমনা

শিশির কণা

ঝরছে ঝুমুর ঝুম।

 

গাঙচিল উড়ে যায়

 

গাঙচিল উড়ে যায় ছায়া পড়ে নিচে

খুকি একা ছুটে যায় ছায়াটির পিছে

ছায়া যায় ডানে বাঁয়ে 

খুকি যায় পায়ে পায়ে 

পাখিটির ছায়া খুকি

খপ করে ধরে

ছায়া যায় বারবার

টপ করে সরে।

 

ছায়াটির পিছে খুকি দৌড়ায় মিছে

গাঙচিল উড়ে যায় ছায়া পড়ে নিচে।

 

# সায়ীদ উসমান-এর জন্ম ১৯৯৪ সালের ৮ই জুন নরসিংদীর মনোহরদীতে। তিনি কবিতা, ছড়া, গল্প, উপন্যাস ও অনুবাদ কর্মে দক্ষতার পরিচয় দিয়ে চলেছেন। নিয়মিত লিখছেন নাশিদ ও হামদ-নাত। বেশ কয়েকটি শিল্পীগোষ্ঠীর জনপ্রিয় গান তার লেখা।

তিনি বেশকিছু ছোটোকাগজ সম্পাদনা করেছেন। এর মধ্যে ছড়ার কাগজ ঘূর্ণি, বুলেট, তারাফুল ও সাহিত্যকাগজ ও রঙিনসাঁকো উল্লেখযোগ্য। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়টি। পুরস্কার: দুইটিতে। বর্তমান বসবাস: ঢাকার নয়াটোলায়।

 

অনলাইন আপডেট

আর্কাইভ