শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

রাজশাহীতে ট্রেনে কেটে নারীর ও সাপে কেটে সাপুড়ের মৃত্যু

রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে এক নারীর এবং দুর্গাপুর উপজেলায় সাপের ছোবলে এক সাপুড়ের মৃত্যু ঘটেছে। 

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা পাঠার মোড় এলাকায় রেলক্রসিং পারাপারের সময় এক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে এক নারী মারা যান। নিহত নারী সাবেরা বেগম (৫০) নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ মধ্যপাড়ার বাসিন্দা এবং মৃত আলাউদ্দিনের স্ত্রী। সাবেরা বেগম গৃহকর্মীর কাজ করতেন। রাজশাহী রেলওয়ে পুলিশ জানায়, সকালে সাবেরা বেগম কাজে যাচ্ছিলেন। পাঠার মোড় এলাকায় রেললাইনের লেভেল ক্রসিংয়ে কোন গেটম্যান থাকে না। ওই লেভেল ক্রসিং পারাপারের সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন সাবেরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাপুড়ের মৃত্যু

রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে সুমন (৩০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়। বুধবার সন্ধ্যার সময় শ্যামপুর গ্রামের পশ্চিমপাড়ার আলতাফ হোসেনের বাড়িতে সাপ ধরতে গিয়ে একটি বিষধর সাপ ছোবল দেয় সুমনকে। সেখান থেকে বাড়ি ফিরে কাউকে কিছু না জানিয়ে রাতে শুয়ে পড়ে সুমন। পরে রাত অনুমান ১২টার দিকে তার শরীরে বিষক্রিয়া শুরু হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ