বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

ফের বায়ার্নের কাছে বার্সার হার

চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে আবারও হার দেখল বার্সেলোনা। চলতি মৌসুমে ‘সি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে জার্মান জায়ান্টরা। যদিও পুরো ম্যাচে দাপট দেখিয়েছে বার্সা। তবে দ্বিতীয়ার্ধে চার মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে মাঠ ছাড়ে জাভির শিষ্যরা। ইউরোপ সেরার আসরে এ নিয়ে টানা ৫ ম্যাচে বায়ার্নের কাছে হারল বার্সা। যেখানে প্রথম কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগে কাতালানদের বিপক্ষে প্রথম তিন ম্যাচে জয়ের কীর্তি গড়লেন নাগেলসমান। গত মৌসুমে গ্রুপ পর্বে দুইবারই বায়ার্ন জিতেছিল ৩-০ গোলে। মঙ্গলবার আলিয়াঞ্জ অ্যারেনায় লুকাস এরনঁদেজ বায়ার্নকে এগিয়ে নেয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন লেরয় সানে। বায়ার্ন শুরুটা আক্রমণাত্মক করলেও খেলার নবম মিনিটে প্রতি-আক্রমণে এগিয়ে যেতে পারত বার্সা। রবের্ত লেভানদোভস্কি খুঁজে নেন রাফিনিয়াকে। তার কাছ থেকে গাভির পা ঘুরে বল পান পেদ্রি। তার নিচু শট কোনোমতে পা দিয়ে ঠেকিয়ে দেন বায়ার্ন গোলরক্ষক মানুয়েল নয়ার। ২১তম মিনিটে সফরকারী দের হতাশ করেন লেভানদোভস্কি। মার্কোস আলোনসোর ক্রসে তার হেড ঠেকিয়ে দেন নয়ার। তবে বিপদ কাটেনি তখনও। রাফিনিয়ার শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। ২৬তম মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গারের দারুণ বাঁকানো শট বার ঘেঁষে বাইরে চলে যায়। বিরতির ৫০তম মিনিটে বায়ার্নের বদলি খেলোয়াড় লেয়ন গোরেটস্কার শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান মার্ক-আন্ড্রে টের স্টেগেন। সেই কর্নার থেকেই হেডে বায়ার্নকে এগিয়ে নেন এরনঁদেজ। গোলের ধাক্কা হজম করার আগেই আরও পিছিয়ে পড়ে বার্সেলোনা। ডিফেন্ডারদের এড়িয়ে মুসিয়ালা খুঁজে নেন সানেকে। বাকিটা অনায়াসে সারেন জার্মান ফরোয়ার্ড। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ