শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

রহমতগঞ্জকে হারিয়ে এক ধাপ এগুলো শেখ রাসেল

স্পোর্টস রিপোর্টার : প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও পুলিশের  কাছে পয়েন্ট হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সুলেমানে দিয়াবাতের গোলে এগিয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। চার মিনিচ পা ক্রিস্টিয়ান কুয়াকোর গোলে সমতায় ফিরল পুলিশ এফসি। প্রিমিয়ার লিগে আবারও পয়েন্ট ভাগাভাগি করল দুই দল। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বুধবার পুলিশের বিপক্ষে ১-১ ড্র করে মোহামেডান। দুই দল প্রথম পর্বের ম্যাচে গোলশূন্য ড্র করেছিল।এই ড্রয়ে লিগ টেবিলে আরেকটু ওপরে ওঠার সুযোগ হাতছাড়া হলো দুই দলেরই। ২১ রাউন্ড শেষে ৩০ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে মোহামেডান পঞ্চম ও পুলিশ ষষ্ঠ স্থানে আছে। আরেক ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ ব্যবধানে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।৩৭তম মিনিটে চার্লস দিদিয়েরের কাটব্যাক থেকে পাওয়া বল জালে জড়িয়ে শেখ রাসেলকে এগিয়ে নেন রিচার্ড গাডজে। পরে বদলি নেমে জোড়া গোলে দলকে চালকের আসনে বসিয়ে দেন দীপক রায়। ৬৬তম মিনিটে আলতো টোকায় এবং ৭২তম মিনিটে ফ্লিক হেডে লক্ষ্যভেদ করেন তিনি।৮৮তম মিনিটে ফ্রি কিকে এবং দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন সিওভুস আসরোরভ, কিন্তু তা রহমতগঞ্জের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে তরিকুল ইসলামের গোলে এগিয়ে গেলেও জিততে পারেনি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ১-১ ড্র করেছে তারা।এই ম্যাচ জিততে পারলে অবনমন এড়ানো নিশ্চিত করতে পারত মুক্তিযোদ্ধা। ১৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে তারা। ১৪ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে আছে উত্তর বারিধারা। স্বাধীনতা ক্রীড়া সংঘের অবনমন হয়ে গেছে এরই মধ্যে। ২১ রাউন্ড শেষে ২৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে শেখ রাসেল। সমান পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আবাহনী। ১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে রহমতগঞ্জ।

অনলাইন আপডেট

আর্কাইভ