শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

দেশে ফিরেই নিজ নিজ ক্লাবে চলে গেলেন ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার : ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ এবং মালয়েশিয়ায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলে বৃহস্পতিবার ভোরে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালয়েশিয়া থেকে হ্যাভিয়ের ক্যাবরেরার দল এশিয়া কাপ বাছাই ফুটবলে ব্যর্থতা নিয়েই দেশে ফিরেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই ফুটবলারা যে যার ক্লাবে যোগ দেন। জামাল ভূঁইয়াদের বিশ্রামের সুযোগ নেই। জাতীয় দলের দায়িত্ব শেষে এখন আবার ফিরতে হচ্ছে ক্লাব ফুটবলের ব্যস্ততায়। ভ্রমণ ক্লান্তি কাটিয়ে আজ শুক্রবার ক্লাবের অনুশীলনে যোগ দেবেন সবাই। আগামী ২০ জুন থেকে বিরতিতে থাকা প্রিমিয়ার লিগ ফুটবল আবার মাঠে গড়ানোর কথা রয়েছে। বসুন্ধরা কিংসের এএফসি কাপ ও জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ ৩৭ দিনের বিরতি ছিল। সেই বিরতি কাটিয়ে ২০ জুন বল মাঠে গড়ানোর কথা। রেফারিদের বিদ্রোহ খানিকটা অনিশ্চয়তা তৈরি করেছে লিগ পুনরায় শুরু নিয়ে। এই তিন দিনে রেফারি বিষয় বাফুফে কিভাবে সমাধান করে সেটাই দেখার বিষয়। উল্লেখ্য ১ জুন ইন্দোনেশিয়ায় স্বাগতিকদের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ এবং ৮ জুন থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে অংশ নেয় বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ গোলশূন্য ড্র করলেও কুয়ালালামপুরে বাছাইয়ের তিনটি ম্যাচে হেরে যায় বাংলাদেশে। প্রথম ম্যাচে বাহরাইনের কাছে ২-০ গোলে, দ্বিতীয ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে ২-১ গোলে এবং তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে পরাজিত হরয়ছে স্প্যানিশ কোচ ক্যাবরেরার দল।এই নিয়ে নতুন এই কোচের অধীনে বাংলাদেশে ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, যার মধ্যে দুটি ড্র করেছে এবং চারটি হেরেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ