শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নাজিরপুর-চিতলমারী উপজেলার সীমানা বিরোধে উত্তেজনা

নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা : খুলনা ও বরিশাল বিভাগের সীমানা নিয়ে বিরোধের জেরে দুই উপজেলার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। উপজেলা দু’টো বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা ও খুলনা বিভাগের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা। এ নিয়ে গত দু’দিন ধরে ওই দুই উপজেলার সীমান্তবর্তীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করেছ। যে কোন সময় ঘটে যেতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে উভয় উপজেলা থেকে ওই সীমান্তবর্তী এলাকায় কয়েকশত পুলিশ মোতায়েন করা হয়েছে। নাজিরপুর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মো. আল মামুন জানান, নাজিরপুর সীমান্তবর্তী মাটিভাঙ্গা ইউনিয়নের চরবানিয়ারী ও বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কালীগঞ্জ বাজারসংলগ্ন চরবানিয়ারি ও উমাজুড়ি এলাকার সীমানা নির্ধারণ নিয়ে দুই এলাকার মধ্যে ওই উত্তেজনা বিরাজ করছে। গত বৃহস্পতিবার ও এ আগের দিন বুধবার সকাল থেকে দুই পারের কয়েকশত লোকজন ওই এলাকার জমি দখলে দুই পারে অবস্থান করছেন। চিতলমারী উপজেলার সন্তোষপুরের লোকজনের দখল প্রতিরোধ করতে নাজিরপুরের মাটিভাঙ্গা ইউনিয়নের লোকজন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছেন। উপজেলার মাটিভাঙ্গা ইউনয়িনের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু জানান, তার পিতা ওই ইউনিয়নের চেয়ারম্যান থাকা কালেই প্রায় ৪০ বছর ধরে ওই ইউনিয়নের চরবানিয়ারী ও চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উমাঝুড়ির মধ্যে সীমানা নিয়ে বিরোধ চলে আসছে।

অনলাইন আপডেট

আর্কাইভ